সর্বশেষ সংবাদ :

মান্দায় সাদিকুল হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

মান্দা প্রতিনিধি :
নওগাঁর মান্দায় সাদিকুল হত্যার প্রধান আসামি কে গ্রেপ্তর করেছে মান্দা থানা পুলিশ। গত রাতে অভিযান চালিয়ে নিয়ামতপুর এলাকা থেকে মামলার মূল আসামী সাগার আলাী মন্ডলকে (৩৪) গ্রেফতার করা হয়। গেপ্তারকৃত সাগর একই এলাকার হযরতুল্যাহ মণ্ডলের ছেলে।
উল্লেখ্য প্রতিপক্ষের লাঠির আঘাতে চিকিৎসাধীন অবস্থায় সাদিকুল ইসলাম ছোটন (২৪) গত ১৫ এপ্রিল সকাল সাড়ে ৮টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সাদিকুল ইসলাম ছোটন উপজেলার বাদলঘাটা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

 

জানা যায়, নিহতের সাদিকুল ইসলামের বাবা আব্দুর রাজ্জাক একজন চা বিক্রেতা। তিনি চা বিক্রি করেই সংসার চালান। তার অসহায় অবস্থায় দেখে প্রতিবেশী আশরাফ আলী নামে এক ব্যক্তি দোকানঘর করার জন্য কিছু জমি দেয়। তার দেওয়া জমিতে দোকানঘর তৈরি করে চা ব্যবসা করে আসছিলেন। একই গ্রামের হযরতুল্যাহ মণ্ডলের ছেলে সাগর হোসেন (৩০) গত ১১ এপ্রিল সন্ধ্যায় আব্দুর রাজ্জাকের দোকান উচ্ছেদের জন্য ভাঙচুর শুরু করেন। এসময় নিহত সাদিকুল ইসলাম প্রতিবাদ করলে তার মাথায় লাঠি দিয়ে সজোরে আঘাত করে । এতে ঘটনাস্থলেই মাটিতে লুটে পড়েন সাদিকুল।

 

এরপর স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করানো হয়। ঘটনার চারদিন পর চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল সাড়ে ৮টায় কর্তব্যরত চিকিৎসক থাকে মৃত ঘোষনা করেন। এঘটনায় গত ১৫ এপ্রিল সমবার নিহতের বাবা আব্দুর রাজ্জাক বাদি হয়ে সাগর হোসেনকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা আরও তিন-চার জনের বিরুদ্ধে মান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

 

এ ব্যাপারে মান্দা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোজাম্মেল হক বলেন, এ ঘটনায় নিহতের বাবা আব্দুর রাজ্জাক বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। গত রাতে অভিযান চালিয়ে হত্যা মামলার প্রধান আসামী সাগার আলীকে গ্রেফতার করা হয়েছে।

সানশাইন / শামি


প্রকাশিত: জুন ২৪, ২০২৪ | সময়: ৬:৪৩ অপরাহ্ণ | Daily Sunshine