সর্বশেষ সংবাদ :

চারঘাটে মারা পড়লো ৮টি রাসেল ভাইপারের বাচ্চা

স্টাফ রিপোর্টার, চারঘাট: সারাদেশে রাসেল ভাইপার নামক সাপের আতঙ্ক বিরাজ করছে। তবে প্রশাসনের পক্ষ থেকে বার বার বলা হচ্ছে সাপের আতঙ্কে আতংকিত না হয়ে মনোবল শক্ত করতে। কাউকে সাপে কাটলে সঙ্গে সঙ্গে নিকটস্থ সরকারী হাসপাতালে যোগাযোগের আহ্বান জানানো হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। এরপরও মানুষের মধ্যে রাসেল ভাইপার আতঙ্ক বিরাজ করছে।
এরই মাঝে রোববার দুপুরের দিকে রাজশাহীর চারঘাট উপজেলার কুঠিপাড়া গ্রামে দেখা মেলে রাসেল ভাইপার সাপের ৮টি বাচ্চার। স্থানীয়দের দাবি সাপের বাচ্চাগুলো সব গুলোই রাসেল ভাইপারের। পরে এলাকাবাসী দ্রুত সাপের বাচ্চা গুলোকে মেরে ফেলেন। এতে ওই এলাকায় ব্যপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
উপজেলা কৃষিবিদ আল মামুন হাছান বলেন, নদীর কোল ঘেষে চাষাবাদী জমিতে সাবধানতার সঙ্গে চাষাবাদ করার নির্দেশনা দেওয়া হচ্ছে। এছাড়া মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তারাও কৃষকদের সঙ্গ সচেতনা বৃদ্ধির জন্য কাজ করছেন।
জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. জুলফিকার মোহম্মদ আক্তার হোসাইন বলেন, সকল খামারিদের আশে পাশের ঝোপঝাড় পরিস্কার রাখতে বলা হয়েছে। রাতের বেলায় খামারে আলোর ব্যবস্থাসহ বিভিন্ন বিষাক্ত সাপ ভিতরে প্রবেশ না করতে পারে সেই প্রস্তুতি নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।
জেলা বণ্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির বলেন, রাসেল ভাইপারের উপদ্রব বৃদ্ধি পেয়েছে এই কথাটি বৈজ্ঞানিক কোন তথ্য নয়। তবে সাপের সংখ্যা বৃদ্ধি হতে পারে। বর্তমান কৃষি জমিতে বিভিন্ন মৌসুমী ফসল হচ্ছে। যখন জমিতে ফলন বেশি হবে ওই জমিতে ইঁদুরের সংখ্যা বা বংশ বিস্তার সাভাবিক ভাবে বৃদ্ধি পাবে। সাপের প্রধান খাদ্য হচ্ছে ইঁদুর। যার কারণে সাপ প্রর্যাপ্ত খাবার পাচ্ছে এবং তাদের বংশ বিস্তার বেশি হচ্ছে। রাসেল ভাইপার শান্ত প্রকৃতি সাপ। এই সাপ অন্য কোন প্রাণীকে তেড়ে গিয়ে কামড় বা দংশন করে না। সম্প্রতি রাসেল ভাইপারের উপদ্রব নিয়ে গুজব ছড়ানো হচ্ছে।


প্রকাশিত: জুন ২৪, ২০২৪ | সময়: ৪:৪০ পূর্বাহ্ণ | সুমন শেখ