বুধবার, ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের কার্যালয়ে সর্বস্তরের ব্যবসায়ীদের নিয়ে অনুষ্ঠিত হলো ঈদ পুনর্মিলনী। রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সেকেন্দার আলী ব্যবসায়ী নেতৃবৃন্দকে সাথে নিয়ে কেক কাটার মধ্যে দিয়ে শুরু করেন ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। শনিবার সন্ধ্যায় অনুষ্ঠানে নেতৃবৃন্দ একে অন্যের সাথে কুশল বিনিময় করেন এবং গল্প আর আড্ডার মধ্য দিয়ে ঈদ আনন্দ একে অন্যের সাথে ভাগাভাগি করেন।
নেতৃবৃন্দ বলেন ঈদ পরবর্তী কয়েকদিন ব্যবসা বাণিজ্য বন্ধ থাকে এই সুযোগে এরকম একটি আনন্দঘন অনুষ্ঠান মনকে প্রফুল্য করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের উপদেষ্টা দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, ব্যবসায়ী সমন্বয় পরিষদের উপদেষ্টা ও দৈনিক সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সহ সভাপতি বিমল কুমার সরকার, সহ-সভাপতি আলী আশরাফ খোকন, রাজশাহী বেনেতী ব্যবসায়ী সমিতির নির্বাহী সভাপতি মাহাবুব আলম, রাজশাহী পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম টুকু, রাজশাহী বেকারী মালিক সমিতির সভাপতি মোঃ সেলিম রেজা, কোষাধ্যক্ষ আফসার আলী মন্ডল, আর.ডি.এ মার্কেট কমিটির সহ-সভাপতি মোঃ আজম আলী, বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এসোসিয়েশন এর সাংগঠনিক সম্পাদক আলী আশরাফ রোকন, রাজশাহী প্রেস মালিক সমিতির সহ-সভাপতি মাহাবুব রাজ্জাক নয়ন প্রমুখ।