বৃহস্পতিবার, ২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ।
লালপুর প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলার লালপুর-ঈশ^রদী সড়কের তিলকপুর নামক স্থানে দ্রুতগামী প্রাইভেট কারের ধাক্কায় রেহেনা খাতুন (৫৪) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১ টার দিকে এই ঘটনা ঘটে। রেহেনা উপজেলার তিলকপুর গ্রামের আনছার আলীর স্ত্রী।
স্থানীয়রা জানান, রেহেনা সড়ক পার হওয়ার সময় রাজশাহী-ঈশ^রদীগামী একটি প্রাইভেট কার তাকে ধাক্কা দেয় এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
লালপুর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক হানিয়ারা জানান, রেহেনার মাথায় আঘাতের কারণে কান ও নাক দিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়েছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি বলে জানাগেছে।