সর্বশেষ সংবাদ :

এএইচএফ কাপের ফাইনালে চীনকে পেলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: চাইনিজ তাইপেকে হারিয়ে এএইচএফ কাপ হকির ফাইনালে উঠে প্রতিপক্ষের অপেক্ষায় ছিল বাংলাদেশের যুবারা। সিঙ্গাপুরে বিকেলে চীন ও থাইল্যান্ডের দ্বিতীয় সেমিফাইনালে চোখ ছিল আমিরুল-রকিবুলদের।
শিরোপা ধরে রাখার লড়াইয়ে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে চীনের যুবাদের। দ্বিতীয় সেমিফাইনালে থাইল্যান্ডকে ৪-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে চীন। আজ রোববার বিকেল ৫টায় বাংলাদেশ-চীন ফাইনাল। জিতলে এটি হবে বাংলাদেশের তৃতীয় শিরোপা। অন্যদিকে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে থাইল্যান্ড ও চাইনিজ তাইপে। বাংলাদেশ গ্রুপ পর্বে সিঙ্গাপুর, শ্রীলংকা, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়াকে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল।


প্রকাশিত: জুন ২৩, ২০২৪ | সময়: ৪:৩০ পূর্বাহ্ণ | সুমন শেখ