রবিবার, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, বাগমারা: রাজশাহীর বাগমারা উপজেলা সদর ভবানীগঞ্জ গ্রীণ সুপার মার্কেটে সাধারণ ক্রেতাদের কেনাকাটায় উৎসাহিত করতে র্যাফের ড্রর টোকেন দেয়া হয়েছিল যা ঈদ পরবর্তি সময়ে ড্র অনুষ্ঠিত হয়েছে। ক্রেতাদের সেই কাঙ্খিত র্যাফেল ড্র গতকাল বৃহস্পতিবার বিকালে পূর্ণ পরিবেশে গ্রীন সুপার মার্কেটের দ্বিতীয় তলায় বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার বিতরণ করা হয়েছে। বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক সেনাবাহিনীর সদস্য মার্কেটের মালিকানা সদস্য আব্দুল হান্নানের সঞ্চলনায় ওই মার্কেটের অংশীদারের সদস্য ও জাতীয় পার্টির উপজেলা শাখার সভাপতি আবু তালেবের সভাপতিত্বে অন্যদের মধ্যে ছিলেন মালিকানা সদস্য বৈলসিং স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলতাফ হোসেন মোল্লা, বিশিষ্ট হাট ব্যবসায়ী রহিদুল ইসলাম, মার্কেটের মালিকানা সদস্য তৌহিদুল ইসলাম ও মুখলেছুর রহমান, লাল মোহম্মাদ ও মার্কেটের অন্যান্য সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ।
অনুষ্ঠান শেষে ঈদ বিক্রয় উৎসবের লটারীর ড্র অনুষ্ঠিত হয়। এতে প্রথম পুরস্কার মোটর সাইকেল পেয়েছেন উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার চানপাড়া মহল্লার রহিদুর ইসলামের ছেলে পার্লার ব্যবসায়ী রিপন, অনুষ্ঠানে উপস্থিত থেকে তিনি পুরস্কার গ্রহণ করেন। দ্বিতীয় পুরস্কার একটি বাইসাইকেল বেনামী যার কুপন নম্বর ১৯৭৭৮৮ মোবাইল নম্বর ০১৩০৬২৬৫৬৯৬, তৃতীয় পুরস্কার একটি এলইডি টেলিভিশন উপজেলার তাতিপাড়া গ্রামের আব্দুর রহমান, যার ফোন নম্বর ০১৭৪৭৫৬৭৭২৬, চতুর্থ পুরস্কার স্মার্ট ফোন পেয়েছেন উপজেলার যোগীপাড়া গ্রামের আব্দুল্লা আল মামুন তিনি অনুষ্ঠানে উপস্থিত হয়ে পুরষ্কার গ্রহন করেন।