ই-পেপার

রাজশাহী জেলা যুবলীগের যুগ্ম-সম্পাদক হলেন বাগমারার সেজান

স্টাফ রিপোর্টার, বাগমারা: রাজশাহী জেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন সেজানুর রহমান সেজান। বৃহস্পতিবার রাজশাহী জেলা ও মহানগর যুবলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক আগামী ৩ বছরের জন্য রাজশাহী জেলা ও রাজশাহী মহানগর যুবলীগের কমিটি ঘোষণা করা হয়।
বৃহস্পতিবার বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের যৌথ সাক্ষরে এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে মাহমুদ হাসান ফয়সল সজলকে সভাপতি ও ইয়াসির আরাফাত সৈকতকে সাধারণ সম্পাদক করে রাজশাহী জেলা যুবলীগের ১৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটিতে যুগ্ম-সাধারণ সম্পাদক পদে পেয়েছেন সেজানুর রহমান সেজান। এর আগে সেজানুর রহমান সেজান জেলা যুবলীগের সংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি বাগমারা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান টুকুর একমাত্র সন্তান। তার গ্রামের বাড়ি বাগমারার সোনাডাঙ্গা ইউনিয়নে। জেলা যুবলীগের কমিটিতে যুগ্ম-সাধারণ সম্পাদকের পদ পাওয়ায় বাগমারার যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা সেজানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।


প্রকাশিত: জুন ২২, ২০২৪ | সময়: ৬:১৯ পূর্বাহ্ণ | সুমন শেখ