রবিবার, ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ।
বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে জনপ্রতিনিধি ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে বনপাড়া এস আর পাটোয়ারী কোয়ালিটি এডুকেয়ার ইনস্টিটিউট চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী।
সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল করিম মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আনোয়ার হোসেন দুলাল, ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক ও আবুল কালাম আজাদ, নবনির্বাচিত উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান চামেলী বেগম, আওয়ামী লীগ নেতা আনিসুর রহমান, আব্দুস সোবহান প্রামাণিক ও ফেরদৌস উল আলম, সাবেক প্রধান শিক্ষক আব্দুল বারী মজুমদার, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আবুল কালাম জোয়াদ্দার ও মোহিত কুমার সরকার, বনপাড়া পৌর আওয়ামীলীগের সাবেক যুগ্ম-সম্পাদক আবুল কালাম আজাদ, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি জামাল উদ্দিন মিয়াজী ও যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম বাবর বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ওয়ার্ড সদস্য, কাউন্সিলর ও আওয়ামী লীগের উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।