শনিবার, ১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষে আগামী মাসে দ্বিপাক্ষিক সিরিজের জন্য বাংলাদেশকে আতিথ্য দেবে আফগানিস্তান। তবে সিরিজটি রশিদদের দেশে নয়, হবে ভারতে। নিরাপত্তা ইস্যু ও আন্তর্জাতিক মানের সুবিধা না থাকায় নিজ দেশে সিরিজ আয়োজন করতে পারছে না আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
দীর্ঘ বিরতির পর আবারও ভারতের মাটিতে সিরিজ আয়োজন করছে আফগানিস্তান। ২০২০ সালের মার্চের পর এবারই প্রথম আফগানিস্তান তাদের কোনো হোম সিরিজ আয়োজন করতে যাচ্ছে রোহিতদের দেশে। আগামী জুলাই-আগস্টে বাংলাদেশের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে আফগানিস্তান। সূচি অনুযায়ী ২৫, ২৭, ৩০ জুলাই তিন ওয়ানডের আর ২, ৪ ও ৬ আগস্ট তিন টি-টোয়েন্টি খেলবে দুই দল।
এক বিবৃতিতে ভারতের মাটিতে সিরিজ আয়োজনের বিষয়টি নিশ্চিত করেছেন এসিবির প্রধান নির্বাহী নাসিব খান। সিরিজের সবকটি ম্যাচ গ্রেটার নয়ডার শহীদ বিজয় সিং পথিক স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে। শারজাহর পর ২০১৬ সালে স্টেডিয়ামটিকে নিজেদের হোম ভেন্যু হিসেবে ব্যবহার করছিল আফগানিস্তান।
২০১৮ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর ভারতের দেহরাদুনে আর ২০১৯ সালে লক্ষ্ণৌর ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ আয়োজন করে আসছিল রশিদরা। ২০১৫ সালের ডিসেম্বরে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সঙ্গে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ভারতে নিজেদের সিরিজ আয়োজন করছে এসিবি।
এর আগে ভারতের মাটিতে ২০১৮ সালে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল বাংলাদেশ-আফগানিস্তান। যার সব কটি হেরে হোয়াইওয়াশ হয়েছিল টাইগাররা। নিরাপত্তা জটিলতা ও আন্তর্জাতিক মানের সুবিধা না থাকায় না থাকায় নিজ দেশে সিরিজ আয়োজন করতে পারছে না আফগানিস্তান।
যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে চলমান বিশ্বকাপ যাত্রা শেষে দেশে ফিরে ২২ জুলাই দিল্লির বিমান ধরবে বাংলাদেশ। টাইগারদের গন্তব্যস্থল গ্রেটার নয়ডা। মাঠের লড়াইয়ে নামার আগে সেখানে অনুশীলন করবে লাল সবুজের প্রতিনিধিরা।