রবিবার, ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মহানগর যুবলীগের ২১সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়। সেখানে যুগ্ম সাধারণ সম্পাদক পদে শফিকুজ্জামান শফিকের নাম দেয়া হয়। তবে তিনি রাজশাহী মহানগরের রাজনীতির সাথে যুক্ত হতে চাওয়ায় কেন্দ্রীয় যুবলীগের দেয়া পদটি গ্রহণ না করে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন।
তিনি তার ফেসবুক আইডিতে জানান, কেন্দ্রীয় যুবলীগের প্রতি আমার শ্রদ্ধা ,ভালবাসাসহ জানাচ্ছি আমাকে ক্ষমা করবেন। আপনাদের দেয়া পদটি আমি গ্রহণ করতে পারছিনা। কারন…আমি কখনোই যুবলীগের রাজনীতির সাথে জড়িত ছিলাম না ভবিষ্যতেও যুবলীগের রাজনীতিতে জড়িত হবার ইচ্ছে নেই। আমি মহানগর আওয়ামী লীগের কর্মী হয়ে আমার রাজনীতির পথচলায় স্বাচ্ছন্দ্য বোধ করি। সেখানে কমেন্ট বক্সে তার অনুসারিরা এ উদ্যোগকে স্বাগত জানান।