সর্বশেষ সংবাদ :

ইন্দোনেশিয়াকে ৭ গোলে উড়িয়ে গ্রুপসেরা বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: এএইচএফ জুনিয়রদের আসরে বাংলাদেশের জয়রথ চলছেই। ছেলেদের হকির এই টুর্নামেন্টে টানা চতুর্থ ম্যাচ জিতেছে লাল-সবুজ দল। বৃহস্পতিবার সিঙ্গাপুরের টার্ফে বাংলাদেশ ৭-০ গোলে ইন্দোনেশিয়াকে বিধ্বস্ত করে ‘এ’ গ্রুপে সেরা হয়ে সেমিফাইনালে খেলবে।
বাংলাদেশের সামনে ইন্দোনেশিয়া কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেনি। মোহাম্মদ আব্দুল্লাহ আক্রমণ থেকে ৩ মিনিটে প্রথম গোলের খাতা উন্মুক্ত করেন। এছাড়া ৫৪ মিনিটে আব্দুল্লাহর স্টিক থেকে এসেছে আরও একটি গোল। এর আগে শামীম মেহরাব হাসান ৭,আমিরুল ইসলাম ৯, দ্বীন ইসলাম ১৩ ও মোহাম্মদ জীবন ৩২ মিনিটে গোল করে দলের জয়ে বড় ভূমিকা রাখেন। খেলার শেষ মিনিটে অর্থাৎ ৬০ মিনিটে মোহাম্মদ ইসলাম সপ্তম গোল করে প্রতিপক্ষের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন। ২২ জুন সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ‘বি’ গ্রুপ রানার্সআপ চাইনিজ তাইপে।


প্রকাশিত: জুন ২১, ২০২৪ | সময়: ৫:৪৩ পূর্বাহ্ণ | সুমন শেখ