সিনিয়র সাংবাদিক মোস্তাফিজুর রহমানের সহধর্মিণীর ইন্তেকাল

স্টাফ রিপোর্টার: রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) প্রতিষ্ঠাতা সভাপতি ও সিনিয়র সাংবাদিক মোস্তাফিজুর রহমান খান আলমের সহধর্মিণী ফেরদৌস আরা বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১৩ জুন) ভোর সাড়ে ৬টার দিকে ফেরদৌস আরা বেগম ঢাকায় তার ছেলের বাসায় ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্বামী, দুই ছেলে, তিন নাতিসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। বৃহস্পতিবার বাদ ঈশা নগরীর ঘোড়ামারা ক্রিকেট ক্লিনিক মাঠে মরহুমার জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তার মৃত্যুকে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনসহ বিভিন্ন মহল শোক জানিয়েছেন। ফেরদৌস আরা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন তিনি। শোক বিবৃতিতে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
আরইউজে: গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন আরইউজে নেতৃবৃন্দ। বৃহস্পতিবার দুপুরে আরইউজে সভাপতি রফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক সাইফুর রহমান রকি যৌথ এক বিবৃতিতে এই শোকপ্রকাশ করেন।
বিপিজেএ: রাজশাহীর সিনিয়র সাংবাদিক মোস্তাফিজুর রহমান খান আলমের স্ত্রী ফেরদৌস আরা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার সভাপতি মো. শরিফুল ইসলাম তোতা এবং সাধারণ সম্পাদক মো. সামাদ খান এক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন। নেতৃবৃন্দ মরহুমা ফেরদৌস আরা বেগমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসস্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।


প্রকাশিত: জুন ১৪, ২০২৪ | সময়: ৫:০৪ পূর্বাহ্ণ | সুমন শেখ