ই-পেপার

রাজশাহীতে বৃক্ষ হত্যার প্রতিবাদ

স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান মীর ইকবাল প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বৃক্ষগুলোকে রক্ষা করে রাজশাহীতে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ করবেন। তবে সেই প্রতিশ্রুতি রক্ষা না করেই তিনি প্রস্তাবিত কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে থাকা শতবর্ষী বৃক্ষসহ সব বৃক্ষগুলো হত্যা করে নির্মাণকার্য শুরু করেছেন।
বৃহস্পতিবার রাজশাহীর সিটি কলেজের সামনে কেন্দ্রের শহীদ মিনার নির্মাণের জন্য নির্ধারিত স্থানে থাকা গাছগুলো কাটতে থাকে শ্রমিকরা। এমন হৃদয় বিদারক দৃশ্য অবলোকন করে রাজশাহীর যুব সংগঠন ইয়ুথ অ্যাকশন ফর সোশ্যাল চেঞ্জ ইয়্যাসের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক অন্য পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দদের সংবাদ দেন। সংবাদ পেয়ে সবুজ সংহতি রাজশাহী মহানগর সদস্য সচিব নাজমুল হোসেন রাজুসহ অন্য পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ ঘটনাস্থলে একত্রিত হন। এরপর সকল পরিবেশবাদীরা একত্রে বৃক্ষ হত্যার নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করে অবিলম্বে বৃক্ষ হত্যাকাণ্ড বন্ধের দাবি জানান। দাবির মুখে ঠিকাদারেরা তৎক্ষণাৎ আজকের মত গাছ কাটা বন্ধ করেন।
এদিকে এই কর্মসূচি শেষে সিভিল সার্জন রাজশাহীর সরকারি বাসভবনে সিভিল সার্জন রাজশাহী কর্তৃক জনগণের ভ্যাট ট্যাক্সের টাকায় তার সরকারি বাসভবনে নিজের বিলাসিতার জন্য বিলুপ্তপ্রায় সবুজ বৃক্ষ সহ শতবর্ষী বেশ কিছু বৃক্ষ কেটে সেখানে পুকুর খনন করেছেন এছাড়াও সরকারি বাসভবনের বাউন্ডারি ওয়াল সহ ভবন এলাকার মধ্যে নতুন বিল্ডিং নির্মাণ করছেন এমন সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য ঘটনাস্থলে উপস্থিত হন এবং সংবাদে সত্যতা পেয়ে তৎক্ষণাৎ সিভিল সার্জন রাজশাহীর সরকারি বাসভবনের সামনে অবস্থান নিয়ে এ ঘটনার প্রতিবাদ জানান।
এসব কর্মসূচিতে অংশ নেন, পরিবেশ আন্দোলন ঐক্য পরিষদের সদস্য সচিব নাজমুল হোসেন রাজু, রাজশাহীর যুব সংগঠন ইয়ুথ অ্যাকশন ফর সোশ্যাল চেঞ্জ ইয়্যাসের সভাপতি শামীউল আলীম শাওন, সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, বাংলাদেশ ছাত্র ফেডারেশন রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক নাদিম সিনা, আদিবাসী যুব পরিষদ রাজশাহী মহানগর সভাপতি উপেন রবিদাস, বারসিক বরেন্দ্র অঞ্চলের সমন্বয়কারী শহিদুল ইসলাম, ভঙ্গী নৃত্য শিল্পালয়ের সাধারণ সম্পাদক রবিন শেখ প্রমূখ।
কর্মসূচিতে বক্তারা পরিবেশ বিধংসী এসব উন্নয়ন কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করে তারা বলেন, বারবার রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান এর সঙ্গে যোগাযোগ স্মারকলিপি প্রদান সহ নানা কর্মসূচি পালন করা হচ্ছে। সরকারের বিভিন্ন দপ্তরকে স্মারকলিপি দিয়ে অবগত করা হচ্ছে দাবি জানানো হচ্ছে রাজশাহীতে পরিবেশ বিধংসে এসব কাণ্ডকাণ্ড বন্ধের। এমতাবস্থায় জেলা পরিষদ রাজশাহী চেয়ারম্যান মীর ইকবাল কথা দেন যে তিনি গাছগুলোকে রক্ষা করে শহীদ মিনার নির্মাণ করবে কিন্তু তিনি কথা রাখলেন না। তার এমন নেক্কারজনক কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করেন। ধিক্কার জানান এমন কর্মকাণ্ডের।
বক্তারা অবিলম্বে রাজশাহীতে সকল ধরনের বৃক্ষ হত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার দাবী জানান একই সাথে তারা হুঁশিয়ার উচ্চারণ করে বলেন রাজশাহী তার একটি বৃক্ষ হত্যা করা হলে তার পরিণাম হবে ভয়াবহ। দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে রাজশাহীতে।
উল্লেখ্য, গত ২৬ মে দুপুরে জেলা পরিষদ রাজশাহীর চেয়ারম্যান মীর ইকবাল এর সঙ্গে রাজশাহীর পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দরা সৌজন্য সাক্ষাৎ করেন। সৌজন্য সাক্ষাৎকালে জেলা পরিষদ চেয়ারম্যান নেতৃবৃন্দ কে প্রতিশ্রুতি দেন যে বৃক্ষগুলোকে রক্ষা করেই মূল শহীদ মিনারের অবকাঠামো গড়ে তোলা হবে।


প্রকাশিত: জুন ১৪, ২০২৪ | সময়: ৫:০৪ পূর্বাহ্ণ | সুমন শেখ