সর্বশেষ সংবাদ :

রেমালে ক্ষতিগ্রস্তদের জন্য ১২ লাখ ডলারের সুইডিশ সহায়তা

সানশাইন ডেস্ক: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের জন্য ১২ লাখ ডলারের মানবিক সহযোগিতা দিচ্ছে সুইডেন সরকার। বৃহস্পতিবার ঢাকায় সুইডিশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সহযেগিতার দেওয়ার কথা জানানো হয়। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ সাড়ে ১৪ কোটি টাকা।
ঢাকায় সুইডিশ রাষ্ট্রদূত আলেকজান্ড্রা বার্গ ফন লিন্ডেকে বলেন, “এই সহযোগিতা ৮৬ হাজার মানুষকে খাদ্য, বাসস্থানের মৌলিক প্রয়োজন মেটাতে এবং জীবন নির্বাহের সুযোগ দেবে। পাশাপাশি ১৫ হাজার শিশু পাবে স্কুলে ফেরার সুযোগ।” এই অনুদান ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের জন্য বাংলাদেশ সরকারের ত্রাণ প্রক্রিয়ার ‘পরিপূরক’ হবে বলে মন্তব্য করেন তিনি।
গত ২৬ মে রাতে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূল এবং ভারতের পশ্চিমবঙ্গে আঘাত হানে প্রবল ঘূর্ণিঝড় রেমাল। সরকারি হিসাবে, ঝড়ের প্রভাবে জলোচ্ছ্বাসে, ঘর ভেঙে ও দেয়াল ধসে পটুয়াখালী, সাতক্ষীরা, ভোলা, বরিশাল, খুলনা ও চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে দেশের ২০ জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার আর্থিক পরিমাণ ৬ হাজার ৮৮০ কোটি টাকার বেশি বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান।
সুইডেন দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সহায়তার টাকায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নগদ আর্থিক সহযোগিতা দেওয়া হবে, যাতে তারা তাদের নিজের প্রয়োজন অনুযায়ী খাদ্য, কাপড়, ঘর কিংবা চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করতে পারে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস) মাধ্যমে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকার সাড়ে ছয় হাজার মানুষকে এ নগদ সহায়তা দেবে সুইডিশ রেড ক্রস।
সহযোগিতার অর্থে খুলনা ও বরগুনা জেলায় ‘সেইভ দ্য চিলড্রেন’ দুই হাজার পরিবারকে নগদ অর্থ ও পরিষ্কার-পরিচ্ছন্নতার উপকরণ এবং ছয়শ পরিবারকে ঘর বানাতে সহযোগিতা দেবে। এছাড়া, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ২৪টি স্কুল মেরামতে সহযোগিতা দেওয়া হবে, যার মাধ্যমে ১৫ হাজার শিশু স্কুলে ফিরতে পারবে।
সুইডিশ সহযোগিতায় পটুয়াখালী ও বরগুনা জেলায় সাত হাজার ২০০ পরিবারকে নগদ সহায়তা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার উপকরণ তুলে দেবে ইসলামিক রিলিফ। এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হবে নারীপ্রধান পরিবার, বিধবা, প্রসূতি এবং স্তন্যদানকারী নারীদের।
রাষ্ট্রদূতকে উদ্ধৃত করে সুইডিশ দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত ৪৬ লাখ পরিবারের পাশে দাঁড়াচ্ছে সুইডেন, যে ঝড়ে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ আশ্রয়হারা হয়েছে। ক্ষতিগ্রস্তদের মানবিক সহযোগিতার ঘোষণা দিতে পেরে আমি আনন্দিত।”


প্রকাশিত: জুন ১৪, ২০২৪ | সময়: ৫:০২ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর