সর্বশেষ সংবাদ :

তানোরে নারীসহ তিন মৃত্যু

স্টাফ রিপোর্টার, তানোর: রাজশাহীর তানোরে পৃথক পৃথক ঘটনায় এক নারী সহ তিন জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এসব ঘটনায় তানোর থানায় পৃথক তিনটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, বৃহস্প্রতিবার সকাল ১০টার দিকে তানোর পৌর এলাকার সদর প্রফেসার পাড়ায় নির্মাণাধীন বিল্ডিং বাড়ির কাজ করার সময় দুই তলা থেকে পড়ে গিয়ে রাজমিস্ত্রী সমশের আলীর (৪০) মৃত্যু হয়েছে। সে বনকেশর গ্রামের মৃত সানাউল্ল্াহর পুত্র। সমশের কাজ করার সময় দুই তলা ভবনের ইটের গাথনি ভেঙ্গে মাটিতে পড়ে যায়। স্থানীয়রা তাকে তানোর স্বাস্ব্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে বৃহস্প্রতিবার সকালে বাড়ির পাশের পুকুরে থালা-বাসন পরিস্কার করতে গিয়ে পুকুরে পড়ে গিয়ে তানোর পৌর এলাকার গুবির পাড়া গ্রামের মৃত মাসুদ রানার স্ত্রী রোজী বেগমের (৪০) মৃত্যু হয়েছে। রোজী বেগম ইতিপূর্বেও মাঝে মধ্যে জ্ঞান হারিয়ে ফেলতেন। পুকুরে গিয়ে মাথা ঘুরে পড়ে জ্ঞান হারিয়ে তার মৃত্যু হতে পারে বলে পরিবারের সদস্যরা ধারণা করছে।
অপরদিকে বুধবার দিবাগত গভীর রাতে নিজ বাড়ির পরিত্যক্ত ঘরের তীরের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন সরনজাই ইউপির সংরক্ষিত নারী সদস্যা দোলন চাপার স্বামী মুনসুর আলী (৬৫)। সে সরনজাই খাঁ পাড়ার মৃত খোকনের পুত্র। পৃথক পৃথক এসব ঘটনায এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বলেন, এসব পৃথক পৃথক মৃত্যুর ঘটনায় তানোর থানায় ৩ টি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। কোন বিষয়ে কারো কোন অভিযোগ না থাকায় লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে দাফনের অনুমতি দেয়া হয়েছে।


প্রকাশিত: জুন ১৪, ২০২৪ | সময়: ৫:০১ পূর্বাহ্ণ | সুমন শেখ