সর্বশেষ সংবাদ :

উইলিয়ামসন বললেন, আরও উন্নতি করতে হবে

স্পোর্টস ডেস্ক: আফগানিস্তানের পর ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিদায়ঘণ্টা বাজছে। বৃহস্পতিবার উইন্ডিজ তাদেরকে ১৩ রানে হারিয়ে সুপার এইট নিশ্চিত করেছে। নিউজিল্যান্ড যে এতটা বাজে অবস্থার মধ্যে পড়বে, তা কারও কল্পনাতে ছিল না। কারণ ২০১৫ সাল থেকে আইসিসি ইভেন্টে অন্তত সেমিফাইনালে খেলেছে তারা। সবশেষ হারের পর অধিনায়ক কেন উইলিয়ামসন বলেছেন, তাদের আরও উন্নতি করতে হবে।
রান তাড়া করতে নেমে উইলিয়ামসন সুবিধা করতে পারেননি। সপ্তম ওভারে গুডাকেশ মোটির কাছে আউট হওয়অর আগে ২ বলে ১ রান করেন। ম্যাচ শেষে অধিনায়ক বললেন, ব্রায়ান লারা স্টেডিয়ামের পিচ কন্ডিশন নিয়ে তারা কোনও অজুহাত দিতে পারেন না। তাদের একটা উপায় খুঁজে বের করে ঘুরে দাঁড়াতে হবে। কিউই অধিনায়কের মতে, ভুল থেকে শিখতে হবে তাদের এবং প্রস্তুত হতে হবে পরের ম্যাচের জন্য। উইলিয়ামসন বলেছেন, ‘এখানকার কন্ডিশন স্বাভাবিক, আমরা অজুহাত দিতে পারি না। আমাদের উন্নতি করে যেতে হবে এবং উপায় খুঁজতে হবে। ১০-১৫ রান অনেক বড় পার্থক্য গড়ে দেয়। আমাদের দ্রুত ঘুরে দাঁড়াতে হবে, দুই দিনের মধ্যে ম্যাচ আছে। আমাদের আরও ভালো খেলতে হবে। শেখা গুরুত্বপূর্ণ এবং আবারও আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে।’


প্রকাশিত: জুন ১৪, ২০২৪ | সময়: ৪:৫৭ পূর্বাহ্ণ | সুমন শেখ