শনিবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ।
স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলের কোচ হওয়ার পর থেকে প্যারিস অলিম্পিকে সাবেক সতীর্থ লিওনেল মেসিকে পাওয়ার আগ্রহ প্রকাশ করেন হাভিয়ের মাসচেরানো। কিন্তু তাকে আশাহত হতে হচ্ছে। আসন্ন অলিম্পিক গেমসে খেলার সম্ভাবনা উড়িয়ে দিলেন বিশ্বজয়ী অধিনায়ক। কোপা আমেরিকায় খেলার সপ্তাহখানেক পর শুরু হতে যাওয়া গেমসে অংশ নেওয়া বাড়াবাড়ি হবে বললেন মেসি।
আটবারের ব্যালন ডি’অর জয়ী বর্তমানে কোপা আমেরিকা শিরোপা ধরে রাখার মিশনে যুক্তরাষ্ট্রে প্রস্তুতি নিচ্ছেন। আগামী ২০ জুন কানাডার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ফাইনাল হবে ১৪ জুলাই। অলিম্পিকে লড়াই শুরু হবে ২৪ জুলাই, শেষ ৯ আগস্ট। ফুটবলে অনূর্ধ্ব-২৩ খেলোয়াড়দের নিয়ে দল গড়ার নিয়ম থাকলেও তিন জন বেশি বয়সী খেলোয়াড়কে নেওয়া যাবে। এই সুযোগ কাজে লাগিয়ে মেসিকে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন মাসচেরানো। তবে ইন্টার মায়ামি তারকা বুধবার প্রচারিত ইএসপিএন আর্জেন্টিনাকে এক সাক্ষাৎকারে বলেছেন, তিনি অনূর্ধ্ব-২৩ দলের কোচকে জানিয়ে দিয়েছেন সেটা সম্ভব না।
মেসি বললেন, ‘আমি মাসচেরানোর সঙ্গে কথা বলেছি এবং সত্যিটা হচ্ছে আমরা দুজনেই পরিস্থিতি বুঝতে পারছি। অলিম্পিকে খেলার কথা ভাবা এই মুহূর্তে ভাবা কঠিন, কারণ আমরা কোপা আমেরিকায়। ক্লাব থেকে টানা দুই-তিন মাস বিচ্ছিন্ন থাকতে হবে, তার চেয়েও বড় কথা আমার এমন বয়স নয় যে, সবকিছুতে থাকতে পারবো।’
সতর্কতার সঙ্গে সামনের দিনগুলো নিয়ে ভাবছেন মেসি, ‘আমাকে সতর্কতার সঙ্গে বাছাই করতে হবে। টানা দুটি টুর্নামেন্টে খেলা হবে বাড়াবাড়ি।’ ২০০৮ সালের অলিম্পিকে মাসচেরানোর সঙ্গে সোনা জিতেছিলেন মেসি। সেই স্মৃতি মনে করিয়ে দিলেন তিনি, ‘অলিম্পিকে খেলা এবং মাসচের সঙ্গে জেতা আমার জন্য ছিল সৌভাগ্য। ফুটবলে এটা ছিল চমৎকার অভিজ্ঞতা। অলিম্পিক, অনূর্ধ্ব-২০ এর স্মৃতি আমি কখনও ভুলবো না।’