সর্বশেষ সংবাদ :

রাজশাহীসহ ছয় জেলায় তাপপ্রবাহ, জনজীবনে অস্বস্তি

স্টাফ রিপোর্টার: দেশের উপর এখন মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে। তবু তাপপ্রবাহ বইছে রাজশাহীর উপর দিয়ে। বৃষ্টির দেখা নেই। ভ্যাপসা গরমে জনজীবনে অস্বস্তি বেড়েছে। বাতাসে অতিরিক্ত আর্দ্রতার কারণে অস্বস্তিকর ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে।
বুধবার রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বলেন, বুধবার বেলা ৩টা পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা খুব বেশি না হলেও অতিরিক্ত আর্দ্রতার কারণে ভ্যাপসা গরমে অস্বস্তি অব্যাহত থাকতে পারে। টাঙ্গাইল, ফরিদপুর, রাজশাহী, পাবনা, যশোর ও চুয়াডাঙ্গায় তাপপ্রবাহ বইছে। এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে আরও কয়েকদিন।
রাজশাহী মহানগরীর কয়েকদাঁড়া এলাকার রিকশাচালক নাজিম জানান, ভ্যাপসা গরমে শরীর ক্লান্ত হয়ে পড়ছে। বেশিক্ষণ রিকশা চালানো যাচ্ছে না। শরীর ঘেমে ভিজে যাচ্ছে। ক্লান্ত হয়ে পড়ছেন তাড়াতাড়ি।
আবহাওয়া অফিস জানায়, রাজশাহীসহ কয়েকটি জেলায় তাপদাহ চললেও দেশের কয়েক জায়গায় বৃষ্টিও হয়েছে। বুধবার ভোর ছয়টা পর্যন্ত দেশে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে সিলেটে ১৬১ মিলিমিটার। এর বাইরে মেহেরপুরে ১৫৯ মিলিমিটার, সুনামগঞ্জে ৩১ মিলিমিটার, মৌলভীবাজারে ৯ মিলিমিটার, লালমনিরহাটে ৭ মিলিমিটার, খাগড়াছড়ি, কক্সবাজার ও ঠাকুরগাঁওয়ে ৪ মিলিমিটার, চট্টগ্রামে ৩ মিলিমিটার, এবং বান্দরবানে ২ মিলিমিটার, রাঙ্গামাটিতে এক মিলিমিটার বৃষ্টি হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ হয়ে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্য এলাকায় মাঝারি অবস্থায় রয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া দেশের অন্য এলাকার আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। অতিরিক্ত আর্দ্রতার কারণে অস্বস্তি অব্যাহত থাকতে পারে।


প্রকাশিত: জুন ১৩, ২০২৪ | সময়: ৬:০৪ পূর্বাহ্ণ | সুমন শেখ