সর্বশেষ সংবাদ :

বাগমারায় সাংসদের ঐচ্ছিক তহবিলের চেক বিতরণ

স্টাফ রিপোর্টার, বাগমারা: বাগমারার সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদের ঐচ্ছিক তহবিল হতে ববাদ্দকৃত অনুদানের চেক বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার উপজেলা পরিষদ সভা কক্ষে এই চেক বিতরণ করা হয়েছে। গরীব অসহায় অসুস্থ ব্যক্তিদের মাঝে এই চেক বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মাহাবুবুল ইসলামের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগমারার নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান জাকিরুল ইসলাম সান্টু। এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি তাহেরপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ এসএম জিয়া উদ্দিন টিপু, সহসভাপতি আহাদ আলী, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ, জেলা আ’লীগের শ্রম বিষয়ক সম্পাদক প্রভাষক মাহাবুবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম শহিদ, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর বেগম, যুবলীগ নেতা মতলেবুর রহমান প্রমূখ।
উল্লেখ্য সাংসদের ঐচ্ছিক তহবিল থেকে ৪২ জন দুস্ত অসহায় ব্যক্তিরে মাঝে ৫ হাজার টাকা করে মোট ২ লক্ষ ১০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।


প্রকাশিত: জুন ১৩, ২০২৪ | সময়: ৫:৫৯ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর