বাগমারায় চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানের দায়িত্ব গ্রহন

স্টাফ রিপোর্টার, বাগমারা: বাগমারার নবনির্বাচিত চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানরা দায়িত্ব গ্রহর করেছেন। গতকাল বুধবার সকালে আনুষ্ঠানিক ভাবে তারা দায়িত্ব গ্রহন করেন। এর আগে মঙ্গলবার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানরা রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শপথ গ্রহন করেন।
দায়িত্ব গ্রহনের পর চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান, উপজেলা নির্বাহী অফিসার সহ অন্যান্য কর্মকর্তারা। বাগমারার উপজেলা নির্বাহী অফিসার মাহাবুবুল ইসলাম সহ কর্মকর্তারা বাগমারার নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান জাকিরুল ইসলাম সান্টু, ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম শহিদ ও মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর বেগমকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় ছিলেন, সহকারি কমিশনার (ভুমি) জোবায়ের, উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানা প্রমূখ।


প্রকাশিত: জুন ১৩, ২০২৪ | সময়: ৫:৫৮ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর