নওগাঁয় যুব উন্নয়ন তহবিলের চেক বিতরণ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় যুব উন্নয়ন তহবিল থেকে ২০২৩-২৪ অর্থ বছরে জেলায় নির্বাচিত যুব সংগঠন সমুহকে ৯ লাখ ২৫ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে চেক বিতরন করেন, জেলা প্রশাসক গোলাম মওলা।
বুধবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যুব উন্নয়ন অধিদপ্তর নওগাঁ এর আয়োজন করে। যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক জাবেদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যেও মধ্যে যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ আকতার, সদর যুব উন্নয়ন কর্মকর্তা ইলিয়াস হোসেন, রানির প্রধান নির্বাহী ফজলুল হক খান বক্তব্য রাখেন। পরে প্রধান অতিথি জেলার ১৮টি যুব সংগঠনের চেক বিতরণ করেন।


প্রকাশিত: জুন ১৩, ২০২৪ | সময়: ৫:৫৮ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর