ই-পেপার

রাজশাহীতে দুর্নীতি বিরোধী প্রতিয়োগিতার পুরস্কার পেলেন দশ কৃতি শিক্ষার্থী

স্টাফ রিপোর্টার: মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দুর্নীতি বিরোধী বিতর্ক ও রচনা প্রতিয়োগিতায় দশ কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়েছে। সোমবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক শামীম আহমেদ।
উল্লেখ্য, দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিয়োগিতায় রাজশাহী কলেজিয়েট স্কুলের ৩ শিক্ষার্থী চ্যাম্পিয়ন এবং রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজের তিন শিক্ষার্থী রানার্স-আপ হয়েছেন। এছাড়াও বিতর্ক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন দিদারুল ইসলাম নাহিয়ান। দুর্নীতি বিরোধী রচনা প্রতিযোগিতায়- প্রথম হয়েছেন রাফিয়া জান্নাত, দ্বিতীয় হয়েছেন তমজিৎ দেবগুপ্তা এবং তৃতীয় স্থান অর্জন করেছেন সাদিয়া আফরিন।
এসময় মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মোহা. খাদেমুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. মনিরুজ্জামান। এছাড়াও আরো বক্তব্য রাখেন সোনার দেশকে পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, কলেজিয়েট স্কুলের ৭ম শ্রেণীর ছাত্র তৌকী তাহমিদ তাসীন, রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুল এন্ড কলেজের ৯ম শ্রেণীর ছাত্রী সুমাইয়া সিদ্দিকা।


প্রকাশিত: জুন ১১, ২০২৪ | সময়: ৬:০৯ পূর্বাহ্ণ | সুমন শেখ