বৃহস্পতিবার, ২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে রাজশাহী বিভাগের ৮ জেলার ১৯ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণের শপথ আগামীকাল (মঙ্গলবার) বিকাল তিনটায় রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে।
বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর নির্বাচিত ঘোষিত জনপ্রতিনিধিগণকে শপথ বাক্য পাঠ করাবেন। গত ২১ মে দ্বিতীয় ধাপে এই ১৯টি উপজেলাতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।