সর্বশেষ সংবাদ :

রাজশাহী হাঁটছে সুন্দর ভবিষ্যতের পথে

স্টাফ রিপোর্টার: ভবিষ্যতের পরিকল্পনা না করায় ঢাকা শহর এখন বসবাসের প্রায় অযোগ্য হয়ে পড়েছে। যানজট আর নানান দুষণে নাকাল নাগরিক জীবন। জীবিকার চিন্তা করে ঢাকায় থেকে যাওয়া মানুষগুলোর জীবন দুর্বিষহ। এমন জীবন থেকে মুক্তি চায় অনেকেই। পারে না পেটের দায়ে। কিন্তু, রাজশাহীর চিত্র আলাদা। পরিষ্কার পরিচ্ছন্ন রাজশাহী যেন ছবির মতো। যে কারো মন চায় এই শহরে নিজের একটা ঠিকানা গড়তে। ভবিষ্যতের তিলোত্তমা রাজশাহীকে যানজটমুক্ত গড়ে তুলতে মহা পরিকল্পনা হতে নিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। ইতোমধ্যে নগরজুড়ে চলছে কর্মযজ্ঞ।
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) এর এক তথ্য অনুযায়ি, রাজধানী ঢাকায় প্রতিদিন যানজটের কারণে যতো কর্মঘণ্টা নষ্ট হচ্ছে তাতে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ১৪০ কোটি টাকা। এ হিসেবে ঢাকার যানজটের বার্ষিক ক্ষতির পরিমাণ দাঁড়াচ্ছে প্রায় ৫১ হাজার ১০০ কোটি টাকা। বিশ্বব্যাংকের গবেষণায়, ঢাকায় যানজটে প্রতিদিন নষ্ট হয় ৩২ লাখ কর্মঘণ্টা। শুধু তাই না, বিশ্বের বাসযোগ্য শহরের তালিকা প্রকাশ করেছে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ)। ২০২৩ সালের এই ইনেডেক্সে ১৭৩ শহরের মধ্য বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান ১৬৬তম। আগে থেকে পরিকল্পনা না থাকলে যে কোন শহর বসবাসের যোগ্যতা হারায়।
কিন্তু রাজশাহী মহানগরী হাঁটছে সুন্দর ভবিষ্যতের পথ ধরে। ইতোমধ্যেই সড়কগুলো হয়েছে প্রশস্ত। আগামীর রাজশাহীতে যানজট মুক্ত রাখতে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন নিয়েছেন সুদুর প্রসারি পরিকল্পনা।
রাজশাহী মহানগরীতে নির্মিত হচ্ছে ৮টি ফ্লাইওভার। এর মধ্যে নির্মাণ সম্পন্ন হয়েছে তিনটির। যার দুইটি রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্মাণ করেছে। আরেকটি নির্মাণ করেছে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ)। তিনটি ফ্লাইওভারই নির্মাণ করা হয়েছে শহরের পূর্বপ্রান্তে। আগামীর রাজশাহীতে যানজটমুক্ত রাখতেই এ ফ্লাইওভারগুলো নির্মান করা হয়।
এছাড়াও বর্তমানে কাজ চলছে নগরীর হড়গ্রাম নতুনপাড়া রেলওয়ে ক্রসিংয়ে ৪০০ মিটার দৈর্ঘ্য ফ্লাইওভার, কোর্ট স্টেশন রেলওয়ে ক্রসিংয়ে ৫২১ মিটার দৈর্ঘ্য ফ্লাইওভার, শহিদ এএইচএম কামারুজ্জামান চত্বর রেলক্রসিংয়ে ৮৯৭ মিটার দৈর্ঘ্য ফ্লাইওভার, ভদ্রা রেলক্রসিং ৫২০ মিটার দৈর্ঘ্য ফ্লাইওভার। মহানগরীর বর্ণালী সংলগ্ন বন্ধ গেইট এবং নতুন বিলসিমলা রেলক্রসিং পর্যন্ত ১২৫৫ মিটার দৈর্ঘ্য ফ্লাইওভারের।
রাজশাহীতে রেলের মহাপরিকল্পনা অনুযায়ী শিগগিরই ট্রেন চলাচলের জন্য ডাবল লাইন হতে যাচ্ছে। চালু হতে যাচ্ছে ডাবল ডেকার ট্রেন। কোর্ট স্টেশন সংলগ্ন নির্মিতব্য ইয়ার্ডে ভারত ও নেপাল থেকে আনিত পণ্য সামগ্রী নামানো ও ওঠানো হবে। আরডিএ-এর মাস্টারপ্ল্যান অনুযায়ী সিটি এলাকা উত্তর দিকে বাড়বে। ফলে উত্তর-দক্ষিণে চলাচল বাড়বে। রাজশাহী সিটির আয়তন তিন থেকে চারগুণ বাড়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। এসব কাজ শেষ হলে রাজশাহীতে বসবাসকারী মানুষের চাপ বাড়বে। আগামীতে মানুষ ও যানবাহন সংখ্যাধিক্যের কারণে শহরের উত্তর-দক্ষিণে চলাচল ক্রমবৃদ্ধিতে যানজটসহ দুর্ঘটনাও বাড়বে। এসব ফ্লাইওভার নির্মান হলে রাজশাহী মহানগরীর নাগরিকরা কোন ধরনের যানজটের সমস্যায় পড়বে না।
রাজশাহী মহানগরীর উপশহর এলাকার সবুজ হোসেন জানান, কোন শহর আগে থেকে পরিকল্পনা করে নির্মান না করলে সমস্যায় পড়তে হবে। যেটা ঢাকার ক্ষেত্রে হয়েছে। আমাদের রাজশাহী মহানগরীতেও জনসংখ্যা খুব দ্রুত বাড়ছে। সে কারণে আমাদের চিন্তা এখন থেকেই করতে হবে। মেয়র নগরীতে যেসব উন্নয়ন পরিকল্পনা করেছেন তা প্রশংসার দাবী রাখে।
ভদ্রা এলাকার অবসরপ্রাপ্ত চাকুরিজীবী মোস্তাফিজুর রহমান বলেন, আমাদের সাজানো শহর। এ শহরকে ঢাকার মতো পরিস্থিতি না করতে চাইলে এখন থেকেই পরিকল্পনা প্রয়োজন। শহরে যেভাবে মানুষ বাড়ছে তাতে আগামী ৫ থেকে ৭ বছরে চিত্র পাল্টে যাবে। তখন শহরে যানজট বাড়বে নিশ্চিতভাবে। রাসিক মেয়র তার পরিকল্পনাগুলো আগামী রাজশাহীকে সুন্দরভাবে সাজাতে করেছেন বলে আমি মনে করি।
রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, শহরের মধ্যে রেলক্রসিংগুলোতে প্রায়ই দুর্ঘটনা ঘটে। আগামীতে মানুষ ও যানবাহন সংখ্যাধিক্যের কারণে শহরের উত্তর-দক্ষিণে চলাচল ক্রমবৃদ্ধিতে ভবিষ্যতে যানজটসহ দুর্ঘটনাও বাড়বে। সার্বিক দিক বিবেচনায় জনস্বার্থকে গুরুত্ব দিয়ে দুর্ঘটনা রোধ ও নির্বিঘ্নে চলাচল নিশ্চিত এবং ভবিষ্যতে উদ্ভূত যানজট নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে আগামী ৫০ থেকে ১০০ বছরের বাস্তবতায় রাজশাহী মহানগরীতে রেলক্রসিংয়ে ফ্লাইওভার নির্মাণ করা হচ্ছে।
তিনি আরো বলেন, বর্তমানে ফ্লাইওভারগুলো নির্মান না করা হলে ভবিষ্যতে তা আরো করা কঠিন হয়ে যাবে। বেড়ে যাবে নির্মাণ ব্যয়। আপাত দৃষ্টিতে ফ্লাইওভারের ব্যবহার সীমিত মনে হলেও অদুর ভবিষ্যতে এর সুফল বুঝতে পারবে নগরবাসী।


প্রকাশিত: জুন ৯, ২০২৪ | সময়: ৫:৩২ পূর্বাহ্ণ | সুমন শেখ