বুধবার, ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, বাগমারা: রাজশাহীর বাগমারা উপজেলার কিশোর-কিশোরীদের অংশগ্রহণে কৈশোর মেলা ও ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলঘরিয়াহাট হাট ফাজিল মাদ্রাসা ক্যাম্পাসে এ মেলা অনুষ্ঠিত হয়।
স্বেচ্ছাসেবী সংস্থা শতফুল বাংলাদেশের নির্বাহী পরিচালক নাজিম উদ্দীন মোল্লার সভাপতিত্বে কৈশোর মেলায় প্রধান অতিথি ছিলেন বাগমারা উপজেলা নির্বাহী অফিসার মাহাবুবুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন সংস্থার ফোকাল পার্সন (কৈশোর কর্মসূচি) আবু সাঈদ, বেলঘরিয়াহাট ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ তাজুল ইসলাম, উপধ্যক্ষ এফএম ইসমাইল আলম আল হাসানী, সহকারী পরিচালক (অডিট) রফিকুল ইসলাম, মামুন অর রশীদ সহকারী পরিচালক (প্রশিক্ষণ) প্রোগ্রাম ইনচার্জ জেবুন্নেসা প্রমুখ।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় কৈশোর কর্মসূচি বাস্তবায়ন করছে শতফুল বাংলাদেশ। বাগমারা উপজেলার কিশোরদের নিয়ে ভলিবল প্রতিযোগিতা, ম্যারাথন দৌড়ে, মাদকের বিরুদ্ধে সচেতনতা তৈরীর লক্ষ্যে মানববন্ধনের আয়োজন করা হয়।
কৈশোর মেলায় স্বাস্থ্য, সাংস্কৃতিক, ক্রীড়া ও অন্যান্য সচেতনতামূলক ইভেন্টে পাঁচটি স্টল অংশ গ্রহণ করে। শ্রেষ্ঠ স্টল এবং বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।