সর্বশেষ সংবাদ :

আলোকিত শিশু প্রকল্পের স্থানীয় দাতাদের সাথে সমন্বয় সভা

স্টাফ রিপোর্টার: কারিতাস রাজশাহী অঞ্চলের আওতাধীন আলোকিত শিশু প্রকল্পের উদ্দ্যোগে স্থানীয় দাতাদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (৬ জুন) রাজশাহীর ভদ্রা মোড়ে একটি চাইনিজ রেস্টুরেন্টের হলরুমে বিভিন্ন পেশার লোকজন নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভার মুল উদ্দেশ্য ছিলো স্থানীয় দাতারা যেন পথশিশুদের সহায়তা করে। সভায় সভাপতিত্ব করেন ভদ্রা বাজার মালিক সমিতি ও আলোকিত শিশু প্রকল্পের শিশু সুরক্ষা কমিটির সভাপতি জয়নাল আবেদীন চাঁদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিতাস আলোকিত শিশু প্রকল্পের প্রোগ্রাম অফিসার র‌্যান্সি রুথ হাঁসদা, অবসর প্রাপ্ত বিদ্যুৎ কর্মকর্তা শাহাবুদ্দৌলা, আপসের নির্বাহী পরিচালক আবুল বাসার, ভদ্রা বাজার মালিক সমিতির সাধারণ সম্পাদক এনামুল হক, দারুচিনি চাইনিজ রেষ্টুরেন্টের মালিক আবু তাহের ও পদ্মা সিপিসি কমিটির সভাপতি জয়নাল আবেদীন চাঁদ । কারিতাস আলোকিত শিশু প্রকল্পের জুনিয়র কর্মসূচী কর্মকর্তা ফরিদুল ইসলাম এর সঞ্চালনায় সভায় অত্র প্রকল্পের অন্যান্য মাঠ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় কর্মসূচি কর্মকর্তা বলেন, কারিতাস আলোকিত শিশু প্রকল্পটি ২০১৩ খ্রিষ্টাব্দ থেকে রাজশাহী সিটি কর্পোরেশনের ২,৩,৫,৬ নং ওয়ার্ড লাইফ প্রকল্প নামে কাজ শুরু করে পরবর্তীতে ২০২১ সালে প্রকল্পের নাম পরিবর্তন হয়ে আলোকিত শিশু প্রকল্প হয়। বর্তমানে রাজশাহী সিটি কর্পোরেশনের ১২ টি ওয়ার্ডের ২০টি স্লামে/ বস্তিতে জরিপকৃত ৬৫০ জন পথশিশু নিয়ে কাজ করছে। এই প্রকল্পের মুল লক্ষ্য হলো পথশিশুদের জীবনমান উন্নয়ন করা।
তিনি বলেন, এই কাজ একার পক্ষে করা সম্ভব না। তাই সকলের সহায়তা একান্ত প্রয়োজন। আপনাদের উপস্থিতি তাঁকে মুগ্ধ করেছে। ইতোমধ্যে আপনারা পথশিশুদের সহায়তা করেছেন। আগামীতে আপনাদের সহায়তা অব্যাহত থাকবে বলে তিনি তিনি আশা ব্যাক্ত করেন।
সভাপতি বলেন, প্রকল্পের স্টাফদের সাথে আলাপের মাধ্যমে বিস্তারিত তিনি জেনে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সভায় উপস্থিত সকলকে একই ধরনের সহায়তার হাত বাড়িয়ে দেয়ার আহ্বান জানান তিনি। আপস এর নির্বাহী পরিচালক বলেন, কারিতাস আপস এর বন্ধু এই প্রকল্পের শুরু থেকে আপস সহায়তা করে আসছে। আগামীতে ও সহায়তা করবে বলে তিনি প্রতিশ্রুতি দেন। সেইসাথে উপস্থিত সকলে নিজ নিজ অবস্থান থেকে সহায়তার হাত বাড়িয়ে দিতে পারেন বলে উল্লেখ করেন তারা।
তারা আরো বলেন, আজ যদি সবাই পথশিশুদের সহায়তা না করি তাহলে, এই শিশুরাই একদিন মাদকাশক্ত হবে। আমাদের ক্ষতি করবে। সর্বপরি সমাজের ও দেশের ক্ষতি করব। এজন্য সকলকে এই পথ শিশুদের পাশে এসে দাঁড়ানোর আহ্বান জানান তাঁরা।


প্রকাশিত: জুন ৭, ২০২৪ | সময়: ৫:২৭ পূর্বাহ্ণ | সুমন শেখ