উপজেলা পরিষদ নির্বাচন মহাদেবপুরে মাসুদ চেয়ারম্যান নির্বাচিত

মহাদেবপুর প্রতিনিধি: মহাদেবপুরে উপজেলা পরিষদ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত, চেয়ারম্যান পদে মাসুদুর রহমান মাসুদকে বেসরকারিভাবে নির্বাচিত করা হয়েছে। ৫ জুন বুধবার সারাদিন ভোট গ্রহণ শেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এতে মাসুদুর রহমান মাসুদ আনারস মার্কায় চেয়ারম্যান পদে ৪১ হাজার ৮৫৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আয়েশা বেগম দোয়াত-কলম মার্কায় ২৭ হাজার ৩৫ ভোট পান।
ভাইস চেয়ারম্যান পদে আহসান হাবিব চশমা মার্কায় ২৭ হাজার ৭৪৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মামুনুর রশিদ বৈদ্যুতিক বাল্ব মার্কায় ১৫ হাজার ৫৪৩ ভোট পান।
অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মিস মার্জিয়া সুলতানা তৃষা হাঁস মার্কায় ৩৮ হাজার ৫৪৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পরীমিতা মঞ্জুরী মন্ডল লাবনী পদ্ম ফুল মার্কায় ২৩ হাজার ৬৮২ ভোট পেয়েছেন। উপজেলার ১০ ইউনিয়নে ৮৪টি কেন্দ্রে ২ লক্ষ ৫০ হাজার ৬৬২ জন ভোটারের মধ্যে ৯৩ হাজার ২০ জন (৩৭.১০%) ভোটার প্রত্যক্ষভাবে ভোট প্রদান করেন। চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করেন।
উল্লেখ্য, গত ৮ মে প্রথম ধাপে মহাদেবপুর উপজেলা পরিষদ নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু চেয়ারম্যান পদপ্রার্থী আহসান হাবীব ভোদন সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করলে উক্ত নির্বাচন ৪র্থ থামে অনুষ্ঠিত হয়।


প্রকাশিত: জুন ৭, ২০২৪ | সময়: ৫:২৫ পূর্বাহ্ণ | সুমন শেখ