সর্বশেষ সংবাদ :

বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার: রাজশাহীসহ বিভিন্ন স্থানে নানা কর্মসুচির মধ্যদিয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়েছে। বুধবার সকালে রাজশাহী বিভাগীয় ও জেলা প্রশাসনের সহযোগিতায় যথাযোগ্য মর্যাদায় পরিবেশ অধিদফতর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।
এর আগে দিবসটি উপলক্ষে ‘করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা’- প্রতিপাদ্যকে সামনে রেখে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়েছে। র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়।
আলোচনা সভায় রাজশাহীর বিভাগীয় কার্যালয়ের পরিচালক মুহা. আহসান হাবিব এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) ফয়সাল মাহমুদ, আরএমপি’র উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) অনির্বান চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) টুকটুক তালুকদার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. সাবরিনা নাজ।
এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল, পরিবেশ অধিদফতর রাজশাহী জেলা কার্যালয়ের উপপরিচালক মাহমুদা পারভীন, পরিবেশ অধিদফতর রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কবির হোসেন সহ জেলার বিভিন্ন দফতরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ অধিদফতর রাজশাহী জেলা কার্যালয়ের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে অনুষ্ঠিতব্য দুই দিনব্যাপী পরিবেশ মেলা চলবে ৫ জুন থেকে ৬ জুন পর্যন্ত। প্রতিদিন মেলা চলবে সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত। মেলায় পাট বাজার, বন্ধু চুলা, বিরল বৃক্ষ ও নবান্ন কৃষি খামার, সেইভ দ্যা ন্যাচার, বিডি ক্লীন, আলো ফাউন্ডেশন, পরিবেশ অধিদফতর রাজশাহী সহ মোট ১০টি স্টল মেলায় অংশগ্রহণ করেছে।
রাসিক: রাজশাহী সিটি করপোরেশনের সার্বিক সহযোগিতায় দ্যা স্মাইলিং ফাউন্ডেশনের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির ‘বৃক্ষায়ন’ এর উদ্বোধন করা হয়েছে। রাজশাহীর মুক্তমঞ্চ সংলগ্ন বট বৃক্ষের নিচে আসন গ্রহন করেন। বুধবার দুপুরে নগরীর লালনশাহ পার্কে বৃক্ষরোপণের মাধ্যমে প্রায় নগরীতে মাসব্যাপী চার হাজার বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের ১৪নং ওয়ার্ড কাউন্সিলর ও পরিবেশ উন্নয়ন স্থায়ী কমিটির সভাপতি আনোয়ার হোসেন, ৯নং ওয়ার্ড কাউন্সিলর রাসেল জামান, পরিবেশ উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মাহমুদ-উল-ইসলাম, চীফ কমিউনিটি অফিসার আজিজুল ইসলাম, ফাহাদ একাডেমী ফর বায়োলজীর পরিচালক ডঃ ফাহাদ ইবনে মাহফুজ, রূপসী বাংলা মহিলা সংস্থার ডিরেক্টর ইমরান হোসেন। অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন, দ্যা স্মাইলিং ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও রাজশাহী সিটি করপোরেশনের ৫নং ক্লাস্টারের যুব কাউন্সিলর ইরাম আজমাইন মুগ্ধ।
বড়াইগ্রাম: নাটোরের বড়াইগ্রামে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও বৃক্ষরোপণের মধ্য দিয়ে বিশ^ পরিবেশ দিবস পালন করা হয়েছে। বুধবার সকালে বনপাড়া সেন্ট যোসেফ্স স্কুল এন্ড কলেজের গ্রীন ক্লাবের উদ্যোগে শোভাযাত্রা পরবর্তী আলোচনা সভায় অধ্যক্ষ ড. ফাদার শংকর ডমিনিক গমেজ, গ্রীন ক্লাবের মডারেটর সহকারী অধ্যাপক আসাদুজ্জামান ও প্রভাষক রাকিবুল ইসলাম বক্তব্য রাখেন। পরে তারা কলেজ চত্ত্বর ও কালিকাপুর গণকবর এলাকায় গাছের চারা রোপণ করেন। এর আগে কলেজের অধ্যক্ষ ড. ফাদার শংকর ডমিনিক গমেজের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বনপাড়া পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
আদমদীঘি: পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন উপজেলা শাখার উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছে। বুধবার দুপুরে আদমদীঘি থানা প্রাঙ্গনে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সবুজ আন্দোলন আদমদীঘি উপজেলা শাখার সভাপতি গোলাম রব্বানী দুলালের সভাপতিত্বে ও সবুজ আন্দোলন ছাত্র পরিষদের যুগ্ম-আহবায়ক নেহাল আহম্মেদ প্রান্তর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চত্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন সবুজ আন্দোলন উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাগর খান, সহ সভাপতি মিহির কুমার সরকার, সাংগঠনিক সম্পাদক বিকাশ চন্দ্র প্রামানিক, যুগ্ম সাধারণ সম্পাদক রাহুল পারভেজ, সদস্য সাইফ হাসান খান সৈকত, জামাদুল ইসলাম প্রমূখ।
তানোর: বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে তানোরে দুই শিক্ষা প্রতিষ্ঠানে সাত শত আম ও লেবুর চারা বিতরণ করেছে কারিতাস। বুধবার সকালে দুবইল উচ্চ বিদ্যালয় মাঠে কারিতাস বাংলাদেশ, রাজশাহী অঞ্চল ক্ষুদ্র কৃষকদের খাপ খাওয়ানোর উপযোগী খামার ও জীববৈচিত্র্য সমন্বয় (সাফবিন) প্রকল্পের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। “করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা” এই স্লোগান দিয়ে স্কুলের ছাত্র-ছাত্রীরা একটি র‌্যালি বের করেন। র‌্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কারিতাস তানোর উপজেলা এরিয়া ম্যানেজার আশরাফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন তানোর উপজেলা ভাইস চেয়ারম্যান তানভীর রেজা। বিশেষ অতিথি ছিলেন, দুবইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রবিউল ইসলাম, পাঁচন্দর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ও সমাজ সেবক মো: জাইদুল ইসলাম, কারিতাস রাজশাহী অঞ্চল সাফবিন প্রকল্পের জেলা প্রকল্প কর্মকতা মো: আমিনুল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে দুবইল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ১টি করে আম ও লেবুর চারা বিতরণ করা হয়। এর আগে কচুয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ১টি করে আম ও লেবুর চারা বিতরণ করা হয়।


প্রকাশিত: জুন ৬, ২০২৪ | সময়: ৫:৪৫ পূর্বাহ্ণ | সুমন শেখ