শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
সানশাইন ডেস্ক: দেশকে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে মুক্ত রাখতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ গাছ লাগায়, আর আন্দোলনের নামে বিএনপি-জামায়াত সেসব কেটে ধ্বংস করে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেছেন, “২০১৩ সালে সরকার উৎখাতের আন্দোলনের নামে বিএনপি জামায়াত খুন-সন্ত্রাস করে মানুষকে যেমন হত্যা করেছে, বাস, ট্রাক, গাড়ি, রেল, লঞ্চে আগুন জ্বালিয়ে দিয়েছে আর বৃক্ষ নিধন করেছে। “লক্ষ লক্ষ বৃক্ষ কেটে ফেলে দেয় জামায়াত-বিএনপি। আমরা পরে যেখানে গাছ লাগিয়েছি সেগুলোও তারা ধ্বংস করেছে। এটাই হচ্ছে দুর্ভাগ্যের বিষয়।”
বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা-২০২৪ এবং জাতীয় বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলছিলেন প্রধানমন্ত্রী। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে দেশকে মুক্ত রাখার ওপর জোর দিয়ে তিনি বলেন, “আমাদের দেশে প্রাকৃতিক যে অবস্থান, সেখানে আমরা দেখি ঝড়, বন্যা, জলোচ্ছ্বাস, প্রাকৃতিক দুর্যোগের দেশ আমাদের। এদেশের মানুষকে রক্ষা করা এটাই আমাদের কর্তব্য। সেদিকে লক্ষ্য রেখে আমরা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি।”
পরিবেশ রক্ষায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেওয়া পদক্ষেপ এবং কর্মপরিকল্পনা তুলে ধরেন শেখ হাসিনা। পঁচাত্তর পরবর্তী সময়ে দেশজুড়ে দলীয়ভাবে বৃক্ষরোপণ কর্মসূচি পালনের কথাও বলেন। “বৃক্ষ রোপন কর্মসূচি পালনের জন্য ১৯৮৪ সালে আওয়ামী লীগ সিদ্ধান্ত নেয় এবং সহযোগী সংগঠন কৃষক লীগের উপর দায়িত্ব দেওয়া হয়। মূল দল আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনের প্রত্যেকটা সদস্য বৃক্ষরোপণ করবে। আমাদের নির্দেশ ছিল এবং সেই নির্দেশনা আমরা এখনো পালন করে যাচ্ছি।
“১৯৯৬ সালে আমাদের পার্বত্য এলাকা এবং চরাঞ্চলে হেলিকপ্টার দিয়ে বীজ ছড়িয়ে দেওয়া হয়। সেটা এখনো আমাদের এয়ারফোর্স, নেভি, কোস্টগার্ড, আর্মি, সকলের প্রতি নির্দেশ রয়েছে যে প্রত্যেকে নিজের জায়গায় ব্যাপকভাবে বৃক্ষরোপণ করবে। সেটা তারা কিন্তু করে যাচ্ছে।”
দেশে পাটের তৈরি সামগ্রীর ব্যবহার বাড়ছে জানিয়ে সরকার প্রধান বলেন, “পাট থেকে পরিবেশবান্ধব অনেক কিছু আমরা তৈরি করতে পারি। আমার ব্যবস্থা নিচ্ছি। এছাড়া সারা বিশ্বে প্রতিবছর ১০০ মিলিয়ন হেক্টর উর্বর ভূমি অবক্ষয় ঘটচ্ছে। যার ফলে বৈশ্বিক জিডিপি ৫০ শতাংশ হুমকির মুখে পড়ছে। ২০৩০ সাল নাগাদ বিশ্বের ৫০ মিলিয়ন মানুষ বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কা রয়েছে। বাংলাদেশ একটা ঘনবসতির দেশ। আমাদের ভূমি সম্পদ খুব সীমিত।”
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার বক্তব্য দেন। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা-২০২৪ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করেন।