সোমবার, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: বিশ্ব পরিবেশ দিবস ২০২৪- এবারের প্রতিপাদ্য, “করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা।” পরিবেশ সম্পর্কে মানুষকে সচেতন করা এবং প্রকৃতি ও পরিবেশের গুরুত্ব বোঝানো খুবই জরুরি। এই উদ্দেশ্যে মহানগরীর উপশহরে অব¯ি’ত প্রজেক্ট হেডওয়ে লোবেলিয়া স্কুলে পালন করা হয় বিশ্ব পরিবেশ দিবস। শিক্ষার্থীরা গাছ লাগানোর গুরুত্ব সম্পর্কে জানানো হয়। প্রজেক্টরের মাধ্যমে পরিবেশ দিবসের উপর এ্যানিমেশন ভিডিও দেখানো হয়। সেইসাথে প্ল্যাকার্ড হাতে নিয়ে শিক্ষার্থীরা “গাছ লাগান পরিবেশ বাঁচান-” স্লোগান দেয়।
গাছ লাগানোর প্রতি উৎসাহ প্রদান করতে প্রত্যেক শিক্ষার্থীদের একটি করে গাছ উপহার দেয় প্রজেক্ট হেডওয়ে লোবেলিয়া স্কুল। উল্লেখ্য প্রতিটি জাতীয় ও আন্তজার্তিক দিবস স্বত:স্ফুর্ত ভাবে পালন করে এই স্কুলটি।