পশ্চিমবঙ্গে তৃণমূলের জয়জয়কার

সানশাইন ডেস্ক: পশ্চিমবঙ্গে নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতি, গরু পাচার, একের পর এক মামলায় নাম জড়িয়েছে তৃণমূলের নেতা-মন্ত্রীদের। তা নিয়ে লাগাতার আক্রমণ শানিয়ে এসেছে বিজেপি । কিন্তু তৃণমূলের ভোটবাক্সে তার কোনো প্রভাবই পড়তে দেখা যাচ্ছে না। মঙ্গলবার বিকাল ৩টা পর্যন্ত রাজ্যের ৪২টি আসনের মধ্যে ৩১টি আসনে এগিয়ে রয়েছে জোড়াফুল শিবির। অন্যদিকে ৩০ আসনের লক্ষ্যমাত্রা নিয়ে চলা বিজেপি মাত্র ১০টি আসনে এগিয়ে রয়েছে। আর কংগ্রেস এগিয়ে রয়েছে একটি আসনে।
লোকসভা নির্বাচনের প্রস্তুতিপর্ব থেকেই পশ্চিমবঙ্গে ক্ষমতাবৃদ্ধির দাবি করে এসেছে বিজেপি। রাজ্যে ৩০টির বেশি আসন পাওয়া থেকে এবার তাদের কেউ আটকাতে পারবে না বলে দাবি করে আসছে গেরুয়া শিবির। প্রায় সমস্ত বুথফেরত জরিপেও দেখা গেছে, পশ্চিমবঙ্গে বিজেপি ৩০টির কাছাকাছি আসন পাবে। কিন্তু মঙ্গলবার ভোট গণনা শুরুর পর থেকে দুপুর পর্যন্ত সেই লক্ষ্য থেকে অনেক দূরে বিজেপি। বরং তৃণমূলই ৩১টি আসনে এগিয়ে রয়েছে।
এদিন বিকাল ৩টা পর্যন্ত যে হিসাব সামনে এসেছে, ৩ লাখ ২৫ হাজার ভোটে ডায়মন্ড হারবারে এগিয়ে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মেদিনীপুরে ১১ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন জুন মালিয়া। ঘাটালে ৩৭ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন দেব। কলকাতা দক্ষিণে মালা রায় এগিয়ে রয়েছেন ৯৮ হাজার ভোটে।
মথুরাপুরে ৬৫ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূলের বাপি হালদার। বসিরহাটে তৃণমূল প্রার্থী হাজি নুরুল এগিয়ে ১ লাখ ৪২ হাজারের বেশি ভোটে। শ্রীরামপুরে ৮ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ব্যারাকপুরে ৩৩ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন পার্থ ভৌমিক। যাদবপুরে সায়নী ঘোষ এগিয়ে রয়েছেন ৪৫ হাজার ভোটে।
এবারের লোকসভা নির্বাচনে বাংলায় তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপোষণ এবং তুষ্টিকরণের অভিযোগকে হাতিয়ার করেছিল বিজেপি। এর পাল্টা, কেন্দ্রীয় বঞ্চনা, বাংলা বিরোধী আচরণ এবং মেরুকরণের রাজনীতির অভিযোগ তুলে বিজেপির বিরুদ্ধে মাঠে নেমেছিল তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন, যত কমই হোক না কেন, ২০১৯ সালের চেয়ে একটি বলেও বেশি আসন পাবে না বিজেপি। এখনো পর্যন্ত ভোটবাক্সে অভিষেকের সেই দাবিতেই সিলমোহর পড়ার ইঙ্গিত মিলছে। এর আগে ২০১৪ সালে তৃণমূল ৩৪টি আসনে জয়ী হয়েছিল। তবে ২০১৯ সালে তা কমে ২২টিতে নামে। আর বিজেপি জিতেছিল ১৮টি আসনে।


প্রকাশিত: জুন ৫, ২০২৪ | সময়: ৫:৩৪ পূর্বাহ্ণ | সুমন শেখ