বৃহস্পতিবার, ২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ।
নিয়ামতপুর প্রৃতিনিধি: অতিরিক্ত টোল আদায় করার অভিযোগে ও টোল আদায় রশিদে মূল্য না লেখায়। নওগাঁর নিয়ামতপুর উপজেলার ছাতরা হাট ইজারদারের ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুপম দাসের নেতৃত্বে সোমবার হাট চলাকালীন সময়ে বিকেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই জরিমানা আদায় করা হয়।
তিনি জানান, ছাতরা পশুর হাটে সরকার নির্ধারিত হারের চেয়ে বেশী টোল আদায় করা হচ্ছে এমন অভিযোগের পেয়ে সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সরেজমিনে হাটটিতে উপস্থিত হয়ে দেখা যায়, নির্ধারিত টোলের চেয়ে বেশি টোল আদায় করা হচ্ছে। ফলে অভিযোগ প্রমাণিত হওয়ায় ইজারদারের ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এরকম অতিরিক্ত অর্থ আদায় না করার জন্য ইজারদারকে সতর্ক করা হয়েছে বলেও তিনি জানান।