জেএফএ অনূর্ধ্ব-১৪ নারী ফুটবলে দিনাজপুর ও চাঁপাইনবাবগঞ্জের জয়

স্পোর্টস রিপোর্টার: রাজশাহীতে জেএফএ অনূর্ধ্ব -১৪ নারী ফুটবলে জয় পেয়েছে দিনাজপুর ও চাঁপাইনবাবগঞ্জ জেলা। মঙ্গলবার রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে বন্যার হ্যাটট্রিকে দিনাজপুর জেলা ৭-৫ গোলে মাগুরা জেলাকে এবং দ্বিতীয় ম্যাচে চাঁপাইনবাবগঞ্জ জেলা ৩-১ গোলে ময়মনসিংহ জেলাকে পরাজিত করে।
দিনাজপুরের বন্যা হ্যাটট্রিকসহ একাই করে চার গোল। জবা গোল করে ২টি এবং প্রিয়াংকা ১টি। মাগুরার মিশুরাণী ২টি এবং ইশিতা বাড়ই,তৃষ্ণা মন্ডল ও ফারজানা একটি করে গোল করে।
চাঁপাইনবাবগঞ্জের শ্রীমতি বিপাশা ২টি ও তৃষ্ণা রাণী ১টি গোল করে। ময়মনসিংহের রিমি একটি গোল পরিশোধ করে। মঙ্গলবার সকালে রাঙ্গামাটি জেলা জামালপুর জেলার এবং বিকেলে স্বাগতিক রাজশাহী জেলা নারায়ণগঞ্জ জেলার মোকাবেলা করবে।


প্রকাশিত: জুন ৫, ২০২৪ | সময়: ৫:৩১ পূর্বাহ্ণ | সুমন শেখ