রবিবার, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ।
জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের ক্ষেতলালে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে কৃষক সামছুল ইসলাম হত্যা মামলায় বাবা ও ছেলে সহ ১০জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের কারাদন্ড দেয়া হয়েছে। সোমবার দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক অতিরিক্ত জেলা জজ নূরুল ইসলাম এ রায় দেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলা থেকে দুজনকে খালাশ দেয়া হয়েছে।
দন্ডপ্রাপ্তরা হলেন, জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মহব্বতপুর গ্রামের মৃত হাফেজের ছেলে ছাবদুল, ছাবদুলের চার ছেলে হেলাল ওরফে হেলু, আলম, ইদ্রিস ও রেজাউল, ছাবদুলের স্ত্রী ফাতেমা, আলমের স্ত্রী ফারজানা, হেলালের স্ত্রী লিলিফা, আমেজ উদ্দীনের ছেলে হেলাল উদ্দীন ও রুকিন্দীপুরের জিয়াউল হকের স্ত্রী ফুত্তি বেগম।
মামলার বিবরণে জানা গেছে, ক্ষেতলাল উপজেলার জিয়াপুরে প্রায় ২১ বছর ধরে ভোগ দখল করা জমিতে মহব্বতপুর গ্রামের কৃষক সামছুল ইসলাম গত ২০১১ সালের ৩১ অক্টোবর দুুপুরে আলুর বীজ বপণ করছিলেন। ওই সময় আসামীরা পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে সেখানে গিয়ে সামছুল ও তার বাবাকে মারপিট করে আহত করেন।
গুরুত্বর আহত সামছুল কে প্রথমে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল ও পরে সেখান থেকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান (সজিমেক) মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। পরে কিছুটা সুস্থ হলে তাকে বাড়িতে আনার পর ২০১২সালের ২০জানুয়ারি (নিজ বাড়িতে) তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের স্ত্রী মেরিনা বেগম বাদী হয়ে ক্ষেতলাল থানায় মামলা দায়ের করলে দীর্ঘ শুনানি শেষে আদালত সোমবারএ রায় দেন।