সর্বশেষ সংবাদ :

রাসিক মেয়রের সাথে বিভিন্ন সংগঠন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দ। সোমবার রাত আটটায় নগর ভবনে মেয়র দপ্তরে সাক্ষাৎ করেন তারা। এ সময় রাসিক মেয়র নেতৃবৃন্দকে অভিনন্দন জানান ও তাদের মিষ্টিমুখ করান।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শেখ আনসারুল হক খিচ্চু, রাজশাহী জেলা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি হারুন অর রশিদ, নির্বাহী সদস্য তারেক আহমেদ, নির্বাহী সদস্য মুস্তাক আহমেদ, পলাশ, আসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এদিকে, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি রাজশাহী বিভাগীয় কমিটির নবনির্বাচিত সভাপতি গোলাম সারওয়ার স্বপন ও সচিব ইয়াকুব আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ। সোমবার বিকেলে নগর ভবনে সাক্ষাৎকালে রাসিক মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান তারা। এ সময় রাসিক মেয়র নবনির্বাচিত সভাপতি ও সচিবকে অভিনন্দন জানান।

এ সময় উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ সাদি মোহাম্মদ আলী, রাজশাহী মহানগরের সচিব ফারুক হোসেন, অর্থ সচিব আলমগীর হোসেন, কাশিয়াডাঙ্গা থানা সভাপতি আরিফুল ইসমাম সবুজ ও চন্দ্রিমা থানার সদস্য সচিব ইয়াসমিন আরাসহ অন্যান্য নেতৃবৃন্দ ও শিক্ষকগণ।
উল্লেখ্য, গত ৩১ মে নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি রাজশাহী বিভাগীয় কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে গোলাম সারওয়ার স্বপন সভাপতি ও ইয়াকুব আলী সচিব হিসেবে পাঁচ বছরের জন্য নির্বাচিত হন।


প্রকাশিত: জুন ৪, ২০২৪ | সময়: ৫:৩৫ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর