শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, বাঘা: নিরাপদ সড়ক চাই, স্কুল ছাত্রী আহত হওয়ার বিচার চাই, শিক্ষা প্রতিষ্ঠানের পাশে সড়ক অব্যবস্থাপনার অবসান চাই। এ রকম বেশ কিছু দাবি নিয়ে সোমবার সকাল ১০ টায় মানব বন্ধন করেছে বাঘা রহমতুল্লা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রবিবার সকালে পাথর বহনকারী একটি ট্রাক চাপায় নবম শ্রেণির মেধাবী স্কুল ছাত্রী সমাপ্তি কুমার সরকার গুরুতর আহতর হয়ে পরদিন সকাল পর্যন্ত রামেক হাসপাতালে সঙ্গাহীন থাকার প্রতিবাদে সোমবার এই মানববন্ধন সহ প্রতিবাদ সমাবেশ করেন শত-শত শিক্ষার্থী।
একই সাথে তারা সমাবেশ করে ট্রাক চালকের বিচার দাবি সহ নিরাপদ সড়ক এবং শিক্ষা প্রতিষ্ঠান এলাকায় সড়ক অবমুক্ত করার দাবি জানান।
সমাবেশে নবম শ্রেণির ছাত্রী-আদিবা ইসনাত, ফাতিমা রনক, সুমাইয়া আফরোজ ও তাসমিম তাবাসসুম বলেন, গতকাল রবিবার ঘাতক ট্রাক চালক আমাদের সহপাঠি শিক্ষার্থী সমাপ্তি কুমার সরকারকে ধাক্কা দিয়ে গুরুত্বর আহত ও রক্তাক্ত করেছে। বর্তমানে সে সঙ্গাহীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা করছে।
এ কারণে আজ সোমবার উক্ত ঘটনার প্রতিবাদ ও ট্রাক চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আমরা নিরাপদ সড়কের দাবি সহ শিক্ষা প্রতিষ্ঠান এলাকায় সড়ক অবমুক্ত করার দাবি নিয়ে সমাবেশ ও মানব বন্ধন করছি।
রহমতুল্লা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল ইসলাম বলেন, স্কুল গেটের সামনের রাস্তায় আমের হাট, ঢাকা গামী বাস-ট্রাক দাঁড় করিয়ে রাখা-সহ নানা অব্যবস্থাপনার ফলে শিক্ষার্থী এবং অত্র এলাকার সাধারণ মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করতে হয়। আমরা এর প্রতিকার চাই। এ কারণে মূলত শিক্ষার্থীরা মানব বন্ধন করছে। তিনি এ বিষয়ে স্থানীয় প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন।
এ বিষয়ে বাঘা থানা অফিসার ইনচার্জ (ইন্সপেক্টর তদন্ত) সোয়েব খান বলেন, গত কালকের ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে। আমরা ট্রাক চালককে আটক করে আদালতে প্রেরণ করেছি। মানববন্ধনে ছাত্রীদের দাবির প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।