শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ।
মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর থানা পুলিশের অভিযানে দুই মাদকসেবিকে আটক করা হয়েছে। সোমবার আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে পুলিশ। দেশীয় তৈরি চোলাইমদ সেবন করার অপরাধে পুলিশ তাদেরকে আটক করে। মোহনপুর থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃতরা সাঁকোয়া গ্রামের জেকের আলীর ছেলে আনোয়ার হোসেন (২৭) ও বাকশৈল গ্রামের মৃত তৌহিদুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম (২৮)। পুলিশ জানায়, উপজেলার রায়ঘাটি ইউনিয়নের বড়াইল উচ্চবিদ্যালয়ের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।