বড়াইগ্রামে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযুক্ত ব্যক্তি কারাগারে

বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে নিজের মেয়ের কাছে প্রাইভেট পড়তে আসা এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় রোববার অভিযুক্ত সুপারী ব্যবসায়ী মোজাহারুল ইসলাম বিপ্লব (৫০) কে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার বিকালে পুলিশ তাকে গ্রেফতার করে। বিপ্লব উপজেলার বনপাড়া পৌরসভার দিয়াড়পাড়া মহল্লার মৃত মকবুল হোসেনের ছেলে।
জানা যায়, দ্বিতীয় শ্রেণির ছাত্রী ওই শিশুটি বিপ্লবের মেয়ের কাছে প্রাইভেট পড়তো। শনিবার বিকালে সে বই খাতা নিয়ে পড়তে আসে। কিন্তু এ সময় শিশুটির শিক্ষিকা বাড়িতে না থাকার সুযোগে বিপ্লব তাকে ঘরের ভেতর নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এক পর্যায়ে শিশুটি কান্না-কাটি করলে সে তাকে ছেড়ে দেয়। পরে শিশুটি বাড়িতে গিয়ে গালে কামড়ের দাগ দেখিয়ে বিষয়টি তার বাবা-মাকে জানায়।
এ ব্যাপারে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল আযম খান জানান, এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্তকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


প্রকাশিত: জুন ৩, ২০২৪ | সময়: ৫:২৯ পূর্বাহ্ণ | সুমন শেখ