বৃহস্পতিবার, ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ।
আক্কেলপুর প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুরে রড বোঝাই ট্রলি খাদে পড়ে পিয়াস হোসেন (১৮) নামে চালকের সহকারি তরুণ নিহত হয়েছে। দুর্ঘটনাটি তিলকপুর-রায়কালী সড়কের নারিকেলী নামক স্থানে ঘটেছে। ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে পানির নিচ থেকে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। নিহত হেলপার নওগাঁর বদলগাছী উপজেলার খাদাইল নগর গ্রামের মৃত নুর মোহাম্মদ উজ্জলের ছেলে। এ ঘটনায় গুরুতর আহত দুইজনকে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী, ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে উপজেলার রায়কালী বাজার থেকে শ্যালো ইঞ্জিন চালিত ট্রলিতে রড নিয়ে বাড়ি ফেরার পথে তিলকপুর-রায়কালী সড়কের নারিকেলী নামক স্থানে পৌঁছলে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে উল্টে যায়। এসময় হেলপার পিয়াস খাদের পানিতে রডের নিচে চাপা পড়ে। এতে ট্রলির চালক বিপ্লব হোসেন ও অপর হেলপার নাদিম গুরুতর আহত হন। খবর পেয়ে আক্কেলপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা স্থানীয়দের সহায়তায় খাদের পানি থেকে রড সরিয়ে পিয়াসের মৃতদেহ উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শী নারিকেলী গ্রামের বাসিন্দা লেবু মন্ডল বলেন, রায়কালী বাজার থেকে রড কিনে নিয়ে খাদাইল যাওয়ার সময় ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে খাদের পানিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন মারা যায়।
আক্কেলপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আমির আলী বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে খাদের পানিতে উল্টে যাওয়া ট্রলির রড সরিয়ে মৃত অবস্থায় ওই ট্রলি চালকের সহকারী পিয়াসকে উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটেছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশটি হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।