শনিবার, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার,বাঘা :
রাজশাহীর বাঘায় পাথর বোঝায় ট্রাকের ধাক্কায় স্কুল ছাত্রী সমাপ্তি কুমার সরকার (১৪) গুরুতর আহত হয়েছে। রোববার (২ জুন) সকাল ৭টার দিকে বাঘা রহমতউল্লা বালিকা উচ্চ বিদ্যালয় গেট সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটেছে। সমাপ্তি কুমার সরকার রহমতউল্লা বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ও বলিহার গ্রামের শ্যামল কুমার সরকারের মেয়ে।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, সমাপ্তি কুমার সরকার রোববার সকাল ৭টার সময় নিজ বাড়ি থেকে সাইকেল নিয়ে স্কুলে আসছিল। স্কুলে প্রবেশ গেটের সামনে দাঁড় করে রাখা হয়েছে সুপার ছনি নামের একটি বাস। এর ফলে ট্রাক ড্রাইভার দেখতে না পেয়ে তাকে সজরে ধাক্কা দেয় । এতে ঐ ছাত্রী গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে আসেন। এরপর কর্তব্যরত চিকিৎসক তাকে রামেক হাসপাতালে রেফার্ট করলে স্কুল কর্তৃপক্ষ সহ সমাপ্তির পরিবার তাকে সেখানে নিয়ে ভর্তি করেন।
এদিকে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ট্রাক চালক আবদুল আলিমকে আটক করে থানায় এনেছে পুলিশ। এর আগে স্থানীয় জনতা স্কুল গেটের সামনে দাঁড় করে রাখা গাড়িটির গ্লাস ভাংচুর করে। আবদুল আলিম টাংগাইলের সখিপুরের গেচুয়া গ্রামের আবদুল হালিমের ছেলে বলে জানা গেছে।
এ বিষয়ে বাঘা রহমতউল্লা বালিকা উ”চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল ইসলাম বলেন, খবর পেয়ে সাথে সাথে ছাত্রীকে মেডিকেলে নেওয়া হয়েছে। তার অবস্থা ভাল না তার প্রচুর পরিমানে রক্ত ক্ষরণ হয়েছে। তবে ৭২ ঘন্টা না যাওয়া পর্যন্ত এ বিষয়ে ডাক্তার কোন কিছুই বলা যাবে না বলে জানিয়ে দিয়েছেন।
বাঘা থানা অফিসার ইনচার্জ(ইন্সপেক্টর তদন্ত)সোয়েব খান জানান , এ ঘটনায় স্কুল ছাত্রী সমাপ্তি কুমার সরকারের ভাই রঞ্জন কুমার সরকার বাদি হয়ে ট্রাক চালককে অভিযুক্ত করে থানায় একটি মামলা দায়ের করেছেন । পাথর বোঝায় ট্রাক জব্দ করা হয়েছে।
সানশাইন / শামি