নগরীতে শহীদ জামিলের মৃত্যুবার্ষিকী পালন

স্টাফ রিপোর্টার: ৩১ মে শহীদ জামিল আখতার রতনের ৩৬তম মৃত্যুবার্ষিকী শুক্রবার সকাল ১০টায় রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাসে পালিত হয়। বাংলাদেশ ছাত্র মৈত্রী প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা ফজল হোসেন বাদশা পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি রাজশাহী মহানগর কমিটি, বাংলাদেশ ছাত্র মৈত্রী মহানগর, বাংলাদেশ যুব মৈত্রী মহানগর,শহীদ জামিল ব্রিগেড, শহীদ জামিল স্মৃতি সংসদ, শহীদ জামিল ফাউন্ডেশন ও আমরা মৈত্রী পরিবারের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। বাংলাদেশ ছাত্র মৈত্রী মহানগরের সভাপতি ওহিদুর রহমান ওহির সঞ্চালনায় শপথ বাক্য পাঠ করান বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্র কমিটির সদস্য ও রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামাণিক দেবু, সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্র কমিটির সদস্য ও মহানগর সম্পাদক মন্ডলী সদস্য সাদরুল ইসলাম, মহানগর সম্পাদক মন্ডলী সদস্য আবুল কালাম আজাদ, আব্দুল মতিন, মনির উদ্দিন পান্না, নাজমুল করিম অপু, বাংলাদেশ যুব মৈত্রী মহানগরের সভাপতি ও ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি, সাবেক ছাত্রনেতা সেলিম মনোয়ার।
জামিল ফাউন্ডেশনের পক্ষ থেকে মঞ্জুর মোর্শেদ চুন্না ও সালাউদ্দিন জেম, সাবেক ছাত্রনেতা মহানগর সম্পাদক মন্ডলী সদস্য মনিরুজ্জামান মনির, নগর কমিটির সদস্য সীতানাথ বনিক, আলমগীর হোসেন আলম,মহানগর কমিটির সদস্য মাসুম আক্তার অনিক, আব্দুল খালেক বকুল, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি জেলা সদস্য কামরুল হাসান সুমন, যুব মৈত্রী মহানগরের সাধারণ সম্পাদক শামীম ইমতিয়াজ,সাবেক ছাত্রনেতা মোখলেছুর রহমান মুকুল,যুব মৈত্রী সহ-সভাপতি আব্দুল হালিম,বাংলাদেশ ছাত্র মৈত্রী মহানগর সহ-সভাপতি সাকিব আল হাসান ও অমিত সরকার।
সভায় বক্তাগণ বলেন, শহীদ জামিলের চেতনাকে ধারণ করে আমাদেরকে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াইয়ে এগিয়ে যেতে হবে।
শহীদ জামিল ছিলেন সাম্প্রদায়িকতা বিরোধী লড়াইয়ে অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। সাম্প্রদায়িকতা ও সাম্রাজ্যবাদ একই সূত্রে গাথা তাই সাম্প্রদায়িকতা ও সাম্রাজ্যবাদ বিরোধী লড়াই জোরালো ভাবে রাজপথে থাকতে হবে।


প্রকাশিত: জুন ১, ২০২৪ | সময়: ৫:৩৭ পূর্বাহ্ণ | সুমন শেখ