রবিবার, ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
স্পোর্টস ডেস্ক: ২০০৭ সাল থেকে যতগুলো টি-টোয়েন্টি বিশ্বকাপ হয়েছে, সবগুলোতেই খেলেছেন সাকিব আল হাসান। এবার নবম বিশ্বকাপে খেলতে যাচ্ছেন বাংলাদেশের অলরাউন্ডার। এখানেই শেষ করতে চান না। আরও একটি বিশ্বকাপে অংশ নেওয়ার আশা দেশের সেরা ক্রিকেটারের।
বিসিবির প্রচারিত এক ভিডিওতে সাকিব বলেছেন, ‘প্রথম বিশ্বকাপ থেকে শুরু করে এ পর্যন্ত যতগুলো টি-টোয়েন্টি বিশ্বকাপ হলো সবগুলোতেই অংশ নিতে পেরেছি। আমার জন্য এটা গর্বের ও আনন্দের। একই সময়ে যেহেতু দেশের প্রতিনিধিত্ব করছি, অনেক ভালো লাগার একটা জায়গা আছে।’
বাঁহাতি স্পিনার আশা করছেন আরও একটি বিশ্বকাপে খেলার, ‘সম্ভবত সবগুলোতে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা মাত্র দুজন খেলোয়াড় আমি এবং রোহিত শর্মাই। আশা করবো আরও একটি বিশ্বকাপ যেন খেলতে পারি। তার আগে এই বিশ্বকাপে পারফরম্যান্সটা যেন ভালো থাকে। বাংলাদেশ যেন অন্যান্য যে কোনও টি-টোয়েন্টি বিশ্বকাপের চেয়ে ভালো ফল করতে পারে।’
আগের আটটি বিশ্বকাপের সবকটিতে অংশ নিয়েছেন সাকিব। টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ উইকেটের মালিক তিনি। ১৮.৬৩ গড় ও ৬.৭৮ ইকোনমিতে ৩৬ ম্যাচে তার শিকার ৪৭ উইকেট। আর মাত্র তিনটি উইকেট পেলেই ইতিহাসের প্রথম বোলার হিসেবে ২০ ওভারের বিশ্ব আসরে উইকেটের ‘ফিফটি’ হবে তার।