শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ।
নুরুজ্জামান,বাঘা :
রাজশাহীর বাঘায় ১৩৫ প্রকার আম প্রদর্শনীর মাধ্যমে শুরু হয়েছে তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা। আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে কৃষি প্রকল্পের আওতায় এই খাতকে আরো সমৃদ্ধশালী করতে বাঘা উপজেলা কৃষি অধিদপ্তর এ মেলার আয়োজন করে। বৃহস্পতিবার (৩০-মে)সকালে ফিতাকাটা সহ রঙ্গীন বেলুন উড়িয়ে এই মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম।
বাঘা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার বটমুল চত্বর এলাকা জুড়ে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। এ মেলার প্রথম দিনে লক্ষ্য করা গেছে শত-শত মানুষের উপস্থিতি।এই মেলায় বসানো হয়েছে প্রায় ৩০ টি স্টল। প্রত্যেক স্টলে রয়েছে হরেক রকম ফল ও ফসল সহ নানা রকম কৃষি উপকরণ। যা দেখে মুগ্ধ হন বাঘা উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম। তিনি স্টল পরিদর্শন শেষে স্থানীয় গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে বলেন, এক সময় যেসব ফল বিদেশ থেকে আমদানি করা হতো, এখন সেই সব ফল বাংলাদেশে উৎপাদন হচ্ছে।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখে ছিলেন ক্ষুধা, দারিদ্র্যমুক্ত ও বৈষম্যহীন সোনার বাংলা প্রতিষ্ঠার। জাতির পিতার স্বপ্নকে বাস্তবায়ন করতে তার সুযোগ্য কন্যা কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কৃষিবান্ধব নীতি ও বাস্তবমুখী বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছেন। সেই ধারাবাহিকতায় বাঘার আম বিদেশে রপ্তানী হ”েছ। এ ছাড়াও এখানকার শিক্ষিত যুবকরা এ উপজেলায় ইতোমধ্যে বিদেশী ফল ড্রাগন চাষ, বিনা ধান ২৫, চিয়া সিড, মালচিং পদ্ধতিতে টমেট-সহ নানা প্রকার সবচি চাষ, আঙ্গুর ফল, পলিনেট হাউজ করে ক্যাপসিকাপ মরিচ এবং শীতের সবজি গরমে ও গরমের সবজি শীতে উৎপাদন করে ব্যাপক সুনাম অর্জন করেছেন। আমি এই সকল কৃষকদের প্রতি কৃতজ্ঞ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো: শামসুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান (জনি), বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান কর্মকর্তা ডা: আসাদুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আ.ফ.ম.হাসান, উপজেলা মৎস্য অফিসার সাহাদুর ইসলাম, পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজান সুবীর কুমার দত্ত, বাঘা থানা অফিসার ইনচার্জ (ইন্সপেক্টর তদন্ত) সোহেব খান,প্রাণী সম্পাদ কর্মকর্তা আমিনুল ইসলাম ও আনছার ভিডিপি কর্মকর্তা মিলন কুমার-সহ অত্র এলাকার কৃষক , শিক্ষক , শিক্ষার্থী ও সু-শীল সমাজের নেতৃবৃন্দ।
সানশাইন / শামি