শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: ঢাকার ধনিয়া, যাত্রাবাড়িতে আধুনিক প্রযুক্তির সমন্বয়ে ”বাজাজ প্রিমিয়াম” নামে উত্তরা মোটর্স লিঃ এর অনুমোদিত থ্রি-এস ডিলার শো-রুম এর শুভ উদ্বোধন করা হয়।
বাজাজ অটো লিমিটেড, ইন্ডিয়া এর ভাইস প্রেসিডেন্ট সামির দেশপান্ডে এবং উত্তরা মোটর্স লিমিটেড এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জনাব মতিউর রহমান উপস্থিত থেকে ”বাজাজ প্রিমিয়াম” এর উদ্ভোধন করেন।
বাজাজ এর স্ট্যান্ডার্ড অনুযায়ী আধুনিক প্রযুক্তির সমন্বয়ে নতুন এই শো-রুমটি সম্পূর্নভাবে শীততাপ নিয়ন্ত্রিত, একই ছাদের নিচে মিলবে বিক্রয়-সেবা-খুচরা যন্ত্রাংশ, ২৫০০ স্কয়ার ফিট এর শো-রুমটিতে ওয়াই-ফাই সুবিধাসহ রয়েছে সুপরিসর বসার স্থান এবং ক্রেতাদের প্রত্যাশানুযায়ী রয়েছে মনোমুগ্ধকর পরিবেশ।
উদ্বোধন অনুষ্ঠানে উত্তরা মোটর্স লিমিটেড এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জনাব মতিউর রহমান বলেন এখানে বাজাজ মোটরসাইকেল ক্রেতারা এক ছাদের নীচে তাদের প্রত্যাশা অনুযায়ী আধুনিক প্রযুক্তির সার্ভিস সেন্টার এবং খুচরা যন্ত্রাংশ এর সেবা পাবে। বাজাজ অটো লিমিটেড, ইন্ডিয়া এর ভাইস প্রেসিডেন্ট সামির দেশপান্ডে বলেন আধূনিক প্রযুক্তির সমন্বয়ে নতুন ভাবে বিন্যস্ত শোরুম টি মোটরসাইকেল ক্রেতাদের রোমাঞ্চিত করবে।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রিমিয়াম বাজাজ এর সত্ত্বাধীকারী বেলাল হোসেনসহ উত্তরা মোটর্স লিঃ ও বাজাজ অটো লিঃ এর উচ্চপদস্থ কর্মকর্তা, ডিলারবৃন্দ এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উত্তরা মোটর্স বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয়, সর্বাধিক বিক্রিত এবং নাম্বার ওয়ান বাজাজ মোটরসাইকেল, সমগ্র দেশব্যাপী ১৫টি শাখা অফিস ও ৩২০ টিরও অধিক থ্রী এস ডিলার এর মাধ্যমে বাজারজাতকরন এবং অনুমোদিত সার্ভিস সেন্টার তথা প্রশিক্ষনপ্রাপ্ত মেকানিক্স এর মাধ্যমে থানা/ গ্রাম-গঞ্জে বিক্রয়োত্তর সেবা প্রদান নিশ্চিত ও সহজলভ্য করে আসছে ।