শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
প্রেস বিজ্ঞপ্তি: নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক রাশেদা খালেক সম্প্রতি হাসান আজিজুল হক সাহিত্য পুরস্কার (ভ্রমণসাহিত্য) পদক প্রাপ্তিতে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও বাংলাদেশ ফোকলোর সোসাইটির যৌথ উদ্যোগে এই সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা উপাচার্য ও বর্তমান উপদেষ্টা বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. আবদুল খালেক এর সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. বিধান চন্দ্র দাস, ট্রেজারার আনসার উদ্দিন, সাবেক উপ-উপাচার্য প্রফেসর ড. আবদুল জলিল।
আরো বক্তব্য রাখেন কলা ও বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর আব্দুর রউফ, প্রফেসর ড. আবুল হোসেন, প্রফেসর মুহম্মদ নূরুল্লাহ, পরীক্ষা নিয়ন্ত্রক জোনাব আলী, প্রক্টর ড. আজিবার রহমান, জোনাল ম্যানেজার সাকিল মাহমুদ। মানপত্র পাঠ করেন প্রফেসর ড. মোবাররা সিদ্দিক, জীবনীপাঠ করেন এনবিআইইউর সহযোগী অধ্যাপক ও ছাত্র উপদেষ্টা ড. নুরে এলিস আকতার জাহান। ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে ফুলেল শুভেচছা জানান সদস্য সচিব ইঞ্জিনিয়ার অনন্য ইসলাম নির্ঝর।
অনুষ্ঠান সঞ্চালায় ছিলেন ইউনিভার্সিটির টিএসসির পরিচালক সহযোগী অধ্যাপক ড. নাসরিন লুবনা ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান হাসান ঈমাম সুইট। অনুষ্ঠানে অধ্যাপক রাশেদা খালেক কে ১০টি বিভাগের পক্ষ থেকে ফুলেল শুভেচছা, সম্মাননা স্মারক, শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।