সোমবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ।
স্পোর্টস রিপোর্টারঃ বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) রাজশাহী ভেন্যুতে বুধবার (২৯ মে) চট্টগ্রাম আবাহনী লিমিটেডের বিরুদ্ধে দারুণ এক জয় পেয়েছে ঢাকার ফর্টিস ফুটবল ক্লাব লিমিটেড।
রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বিকেল ৪টায় শুরু হওয়া ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে ঢাকার ফর্টিস ফুটবল ক্লাব লিমিটেড। গোলের সুযোগও পায় একাধিকবার। কিন্তু গোলের সব সুযোগগুলো নস্যাৎ করে দেন চট্টগ্রাম আবাহনীর গোলরক্ষক। একের পর এক গোলের সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়ে হতাশ হয়ে পড়েন ফর্টিসের খেলোয়াড়রা। অবশেষে বিরতির ঠিক আগ মূহুর্তে ফর্টিসের গাম্বিয়ার ফুটবলার ওমর সার ৪৫ মিনিটের মাথায় প্রথম গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে নেন। ম্যাচের এ অবস্থায় উভয় দল বিরতিতে যায়।
বিরতির পর চট্টগ্রাম আবাহনী কিছুটা উজ্জীবিত হয়ে খেলতে থাকে। ৫৮ মিনিটের মাথায় চট্টগ্রাম আবাহনীর শাহানুর রহমান গোল পরিশোধ করেন। এ অবস্থায় চট্টগ্রাম আবাহনী ফর্টিসের উপর বেশ কিছুটা চড়াও হয়ে খেলতে থাকে। কিন্তু ৭১ মিনিটের মাথায় কাউন্টার এ্যাটাক থেকে ফর্টিসের ইউক্রেনের ফুটবলার ভালিরি হরইসই গোল করে দলকে আবারও এগিয়ে নেন। পরবর্তীতে আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে ম্যাচ এগিয়ে যেতে থাকে। ম্যাচের ৮২ মিনিটের মাথায় চট্টগ্রাম আবাহনীর গোলরক্ষকের ভুলে ফর্টিসের সবুজ হোসেন গোল করলে ঢাকার ফর্টিস ফুটবল ক্লাব লিমিটেড চট্টগ্রাম আবাহনী লিমিটেডের বিরুদ্ধে ৩-১ গোলের দারুণ এক জয় নিয়ে মাঠ ছাড়ে।
ঢাকার ফর্টিস ফুটবল ক্লাব লিমিটেডের সারওয়ার জাহান ম্যাচ সেরা নির্বাচিত হন। রাজশাহী জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি রাসেল জামান ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওয়াহেদুন নবী তার হাতে ক্রেস্ট তুলে দেন।