নওগাঁয় সাড়ে ৩ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে

স্টাফ রিপোর্টার, নওগাঁ: নওগাঁর ১১ উপজেলায় আগামী শনিবার ১ জুন ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালন করা হবে। এ দিন ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। নওগাঁয় প্রায় সাড়ে ৩ লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ। মঙ্গলবার দুপুরে নওগাঁ জেলা সিভিল সার্জন নজরুল ইসলাম নিজ কার্যালয়ে অবহিতকরণ সভায় এ তথ্য জানান। সভায় অন্যদের মধ্যে ডেপুটি সিভিল সার্জন ডা. মুনীর আলী আকন্দ, সিভিল সার্জন কার্যালয়ের স্থাস্থ্য কর্মকর্তা ডা. রিফাত হাসান ও আশিষ কুমার সরকার, ডিস্ট্রিক্ট সার্ভিলেন্স মেডিকেল অফিসার ডা. জয়িতা সাহা উপস্থিত ছিলেন।
সভায় লিখিত বক্তব্যে সিভিল সার্জন জানান, ৪ হাজার ৫২০ কর্মী ২ হাজার ৪৬০টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবেন। ৬ থেকে ১১ মাস বয়সী ৩৩ হাজার ৫৬১ জন শিশুকে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ বয়সী ৩ লাখ ১৩ হাজার ২৭২ জন শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।


প্রকাশিত: মে ২৯, ২০২৪ | সময়: ৫:১৬ পূর্বাহ্ণ | সুমন শেখ