সর্বশেষ সংবাদ :

বাগমারায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে জামায়াত

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়নের হাটগাঙ্গোপাড়া বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সাথে মতবিনিময় ও আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটায় হাটগাঙ্গোপাড়া বাজারে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ১৬ জন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর প্রত্যেককে নগদ ১০ হাজার টাকা করে মোট ১ লক্ষ ৬০ হাজার টাকা তুলে দেয়া হয়। এর পূর্বে গত ১৯ এপ্রিল ক্ষতিগ্রস্থদের মাঝে ৫ হাজার করে টাকা দেওয়া হয়েছিলো। আগামীতে আরো দেওয়া হবে বলে জানান জামায়াত নেতৃবৃন্দ।
বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগমারা উপজেলা শাখার আমির মাষ্টার কামরুজ্জামান হারুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা পশ্চিমের আমীর অধ্যাপক আব্দুল খালেক।
বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা পশ্চিমের সাধারণ সম্পাদক মাও. আব্দুল খালেক, শূরা ও কর্মপরিষদ সদস্য আব্দুল আহাদ কবিরাজ, জামায়াত নেতা তাইফুর রহমান, অধ্যক্ষ আশরাফুল হক, মুর্তুজা হুসাইন, বাবুল হুসাইন, ইব্রাহিম হুসাইন, আল-আমিন, শাহিন আলম, সাইফুল ইসলাম, মুক্তা শেখ, সাইফুল আলম, শিবির নেতা আব্দুর রাকিব।
এসময় প্রধান অতিথি ব্যবসায়ীদের সার্বিক খোঁজ খবর নেন। ব্যবসায়ীরা তাদের দুর্দশার কথা বলতে গিয়ে আবেগ আপ্লূত হয়ে পড়েন। প্রধান অতিথি অধ্যাপক আব্দুল খালেক তার বক্তব্যে উল্লেখ করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সমন্ধে জনগণের মধ্যে ভুল ধারণা রয়েছে। আমরা সে ভুল ধারণা দূর করতে চাই। তিনি দুর্দশাগ্রস্থ মানুষের পাশে থাকতে চান।
সভায় বক্তব্য রাখেন বাগমারা উপজেলা শাখা জামায়াতের সেক্রেটারি অহিদুল ইসলাম, বাবুল হুসাইন জামায়াত নেতা শাহীন আলম, রাকিব হাসান।
পরিশেষে জামায়াত নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্থ দোকান ঘর পরিদর্শন করেন।


প্রকাশিত: মে ২৯, ২০২৪ | সময়: ৫:১২ পূর্বাহ্ণ | সুমন শেখ