সর্বশেষ সংবাদ :

বাঘা উপজেলা পরিষদ নির্বাচনে সুবিধাজনক অবস্থানে রিন্টু

স্টাফ রিপোর্টার,বাঘা :

আগামী ৫ জুন বাঘা উপজেলা পরিষদ নির্বাচন। এবারের নির্বাচনে এ উপজেলায় চেয়ারম্যান পদে শুরু হয়েছে দুই প্রার্থীর ভোট যুদ্ধ। এদের মধ্যে একজনকে নবীন এবং অপর জনকে প্রবীণ হিসাবে আখ্যায়িত করছেন ভোটাররা। এদিক থেকে সুবিধা জনক অবস্থানে রয়েছে নবীন প্রার্থী ও বীর মুক্তিযোদ্ধার সন্তান রোকনুজ্জামান রিন্টু। তাঁর পক্ষে মঙ্গলবার(২৮-মে) বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নে গণসংযোগ করেছেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য শাহরিয়ার আলমের পিতা বিশিষ্ট সমাজ সেবক আলহাজ শামসুদ্দিন।

 

রিন্টুর মাথায় হাত বুলিয়ে দেন এক নারী ভোটার –  প্রতিনিধি

 

স্থানীয় লোকজন বলছেন, প্রত্যেক নির্বাচনে একটা পক্ষ থাকে , যারা নৌকার বিরোধীতা করেন,এরা আবার নিজেদের আওয়ামীলীগ নেতাও দাবি করেন। গত ৫ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের প্রধান বিরোধী দল নির্বাচনে অংশ গ্রহন না করায় বিদ্রোহী শব্দটা মুছে ফেলে স্বতন্ত্র যোগ করেন কেন্দ্রীয় আওয়ামীলীগ। তবে এমনটি ঘোষানা দেওয়া হয়নি যে, নৌকার বিরুদ্ধে অবস্থান নিতে হবে। অথচ দেশব্যাপি কিছু রাজনৈতিক পদধী মানুষ নিজেদের স্বার্থ হাসিলের জন্য স্বতন্ত্র প্রার্থীর হয়ে প্রকাশ্যে নৌকার বিরোধিতা করেছেন। যার প্রভাব পড়ছে এবারের উপজেলা পরিষদ নির্বাচনেও। এ দিক থেকে যেসব উপজেলায় ইতোমধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে , তার অধিকাংশ জনই পাশ করেছেন জাতীয় নির্বাচনে দলীয় প্রতিক নৌকা অনুসারীরা। যার ব্যত্বয় ঘটেনি রাজশীতে জেলাতে।

 

 

এদিকে বাঘা উপজেলায় যে দু’জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন, তাদের মধ্যে একজন হলেন গত নির্বাচনে রাজনৈতিক মারপ্যাচে একক ভাবে বিজয়ী হওয়া চেয়ারম্যান ও প্রবীন প্রার্থী রাজশাহী জেলা আ’লীগের যুগ্ন সাধারন সম্পাদক এ্যাড: লায়েব উদ্দিন লাভলু। তাঁর নির্বাচিত প্রতীক মোটর সাইকেল। তিনি গত ৫ জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া নৌকা প্রতিকের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ভোট করেছিলেন। ফলে এবার (চতুর্থ ধাপ)আসন্ন বাঘা উপজেলা পরিষদ নির্বাচনে তার বিপরীতে ভোট যুদ্ধে নেমেছেন তাঁরই হাতে গড়া রাজনৈতিক প্রতিপক্ষ রোকনুজ্জামান রিন্টু। তাঁর নির্বাচিত প্রতীক আনারস।

বাঘার একাধিক ভোটার ও লোকজনের সাথে আলাপ চারিতায় তাঁরা বলেন, রাজশাহী জেলা আ’লীগের যুগ্ন সাধারন সম্পাদক এ্যাড: লায়েব উদ্দিন লাভলু গত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হওয়ার পর এলাকায় দৃশ্যমান কোন উন্নয়ন করতে পারেন নি। এর ফলে এবার অনেকেই তাকে ভোট দিবেন না। অপর দিকে রোকনুজ্জামান রিন্টু একজন নবীন প্রার্থী এবং প্রয়াত মুক্তিযোদ্ধার সন্তান। তিনি সাবেক রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি এবং বর্তমানে জেলা স্বে”ছাসেবক লীগের সভাপতি ও জেলা আ’লীগের সদস্য হওয়ায় নির্বাচনের মাঠে তার পাল্লা বেশ ভারি।

 

অত্র এলাকার নৌকা প্রেমী লোকজন জানান, যার দ্বারা এলাকার উন্নয়ন হবে আমরা তাকে নির্বাচিত করতে চাই। রোকনুজ্জামান রিন্টু নবীন প্রার্থী এবং ৫ জানুয়ারী জাতীয় নির্বাচনে নৌকার পক্ষে কাজ করেছে । তার পক্ষে ভোট চাইছেন চারঘাট-বাঘা থেকে চারবারের নির্বাচিত সংসদ সদস্য ও দুইবারের সফল পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের পিতা। আমরা তাঁর প্রতি শ্রদ্ধা রেখে আগামী ৫ জুন নবীন প্রার্থী রোকনুজ্জামান রিন্টুর আনারস প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করতে চাই।

সানশাইন / শামি


প্রকাশিত: মে ২৮, ২০২৪ | সময়: ৭:৫৬ অপরাহ্ণ | Daily Sunshine