রবিবার, ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ।
গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অর্থঋণ আদালতে সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। রবিবার ভোরে রাজশাহী মহানগরীর একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি উপজেলার আলিনগর ইউনিয়নে হেলালউদ্দিনের ছেলে মনসুর রাকিব( ৪৬)।
গোমস্তাপুর থানার উপ পরিদর্শক আবদুল আলিম জানান, র্যাবের একটি আভিযানিক দল রবিবার সকালে তাকে গোমস্তাপুর থানা পুলিশের নিকট সোপর্দ করে। রোববার তাকে জেলহাজতে পাঠানো হয়েছে বলে তিনি জানান। তিনি আরও জানান, মনসুর রাকিব তার ব্যবসা প্রতিষ্ঠানের নামে স্ট্যান্ডার্ড ব্যাংক, রহনপুর শাখা থেকে ৫০ লাখ টাকা ঋণ নিয়ে পরিশোধ না করায় গত ২০২০ সালে অর্থঋণ আদালতে করা মামলায় আদালত তাকে এক বছর বিনাশ্রম কারাদণ্ড অনাদায়ে ৫০ লাখ টাকা জরিমানা করে।